সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ভারতকে দেখল হ্যাংঝৌ এশিয়ান গেমস (Asian Games)। ইতিহাস গড়ে প্রথমবার এশিয়াডে পদকের সংখ্যার নিরিখে সেঞ্চুরি পার করা শুধু নয়, পদক তালিকাতেও ভারত শেষ করল রেকর্ড গড়েই। এশিয়ান গেমস পদক তালিকায় এবার ভারত শেষ করল চতুর্থ স্থানে। এর আগে মাত্র দু বার চতুর্থ স্থানের উপরে শেষ করেছে টিম ইন্ডিয়া।
হ্যাংঝৌ এশিয়ান গেমসে ভারত শেষ করল ১০৭টি পদক জিতে। এর মধ্যে স্রেফ সোনাই এসেছে ২৮টি। রুপো এসেছে ৩৮টি এবং ব্রোঞ্জ এসেছে ৪১টি। তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকেই ভাল পারফর্ম করে আসছে টিম ইন্ডিয়া। এবারেও এই দুই ইভেন্টে দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতীয় তারকারা। স্রেফ শুটিংয়েই ভারত সোনা পেয়েছে ৮টি। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। চমকপ্রদভাবে এ বছর অ্যাথলেটিক্সে ভারত সোনা পেয়েছে ৬টি। রিলে রেস, স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এমনকী ট্র্যাক অ্যান্ড ফিল্ডেও এসেছে সোনা।
[আরও পড়ুন: তিস্তার জলে ভেসে আসা অজগরের শরীরে ক্ষত, জরুরি অপারেশনে বাঁচালেন চিকিৎসকরা]
এর বাইরে প্রত্যাশিতভাবে ভারত জোড়া সোনা জিতেছে কবাডিতে। এই প্রথমবার এশিয়াডে যুক্ত হয়েছে ক্রিকেট। প্রত্যাশিতভাবে ক্রিকেটেও এসেছে জোড়া সোনা। এর বাইরে টেনিস, ব্যাডমিন্টন, স্কোয়াশের মতো ইভেন্টেও সোনা জিতেছে ভারত। এমনকী ঘোড়সওয়ারির মতো ইভেন্টেও এসেছে সোনা। সার্বিকভাবে খানিকটা হতাশ করেছে ভারতের কুস্তি এবং বক্সিং টিম। এই দুই ইভেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারলে হয়তো পদক তালিকায় আরও উপরে শেষ করা সম্ভব হত।
[আরও পড়ুন: সিকিমের হড়পা বানে দেহ ভেসে গেল বাংলাদেশে! কোচবিহার সীমান্তে হস্তান্তর করল BGB]
তবে সার্বিকভাবে ভারতীয় দলের (Team India) এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত গোটা দেশ। এবারে ভারত শেষ করেছে চতুর্থ স্থানে। এর আগে মাত্র দু বার ভারত প্রথম তিনে শেষ করেছে। সেই প্রথম বার ১৯৫১ এশিয়াডে ১৫টি সোনা-সহ ৫১টি পদক নিয়ে ভারত দ্বিতীয় হয়েছিল। ১৯৬২ গেমসে ১০টি সোনা-সহ ৩৩টি পদক নিয়ে তৃতীয় হয়েছিল ভারত। আর এবার ২৮টি সোনা-সহ ১০৭টি পদক নিয়ে ভারত চতুর্থ হল। শুধু তাই নয়, এই নিয়ে দ্বিতীয়বার কোনও বড় স্পোর্টিং ইভেন্টে ১০০ পদকের সংখ্যা পার করল ভারতীয় দল।