সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাংঝৌ এশিয়ান গেমসে (Asian Games 2023) ১০০ পদক নিশ্চিত করে ফেলল ভারত। এশিয়ান গেমসের ইতিহাসে এটাই টিম ইন্ডিয়ার এ যাবৎ সেরা পারফরম্যান্স। ২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে ৭০টি পদক পেয়েছিল ভারত। এতদিন পর্যন্ত সেটাই ছিল ভারতের সেরা পারফরম্যান্স। কিন্তু এবারের এশিয়াডে ভারতীয় দল ছাপিয়ে গিয়েছে আগের সব গেমসকে। মেডেল তালিকা বলছে ভারত এখনও পর্যন্ত ৯৫টি পদক পেয়েছে। কিন্তু আরও সাতটি পদক নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল।
সেই সাতটি পদক এখনও হাতে আসেনি ঠিকই। পদকগুলোর রং এখনও স্থির হয়নি ঠিকই কিন্তু ওই পদকগুলো ধরলে ভারতের মেডেল সংখ্যা দাঁড়ায় ১০২। থেকেও পদক আসবে ভারতের ঝুলিতে। আর তাই এখনই বলা সম্ভব হচ্ছে ভারত একশো পদক নিশ্চিত করে ফেলেছে এবারের গেমস থেকে। ভারতের এই দুর্দান্ত সাফল্য দেখার পরে অলিম্পিক সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা টুইট করেছেন, ”নজিরবিহীন সাফল্য ভারতের।
[আরও পড়ুন: ‘বাপ কা বেটা’! পাকিস্তানকে মাটি ধরানো বাস ডিলিডির বাবা নায়ক হয়েছিলেন শচীনদের বিরুদ্ধেও]
এশিয়ান গেমসে ১০০টি পদক নিশ্চিত করে ফেলেছে। প্রতিটি ভারতীয়ের কাছে এটা দারুণ গর্বের ব্যাপার। ভারতীয় অ্যাথলিটদের অধ্যবসায় এবং কঠিন পরিশ্রমের প্রশংসা করতেই হয়। আমাদের স্পোর্টস ফেডারেশন, কোচ, সাপোর্ট স্টাফ এবং আমাদের সরকারের দূরদৃষ্টিকে কুর্নিশ জানাতেই হবে। একসঙ্গে কাজ করলে আমাদের উত্থান হবেই। ওয়েল ডান টিম ইন্ডিয়া।”