সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধ সকালেই এশিয়ান গেমস থেকে সোনা পেল ভারত। জ্যোতি সুরেখা ভেন্নাম ও ওজাস দেওটেল দক্ষিণ কোরিয়ার তিরন্দাজদের হারিয়ে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে সোনা জিতে নিলেন।
কাজাখস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন ভারতীয় জুটি। ফাইনালে জ্যোতি ও ওজাস ১৫৯-১৫৮-এ হারান দক্ষিণ কোরিয়ার জুটিকে। মিশ্র ভাবে শুরু হল বুধবারের সকালটা। ৩৫ কিমি হাঁটায় ব্রোঞ্জ জেতে ভারত। আর এই পদক পাওয়ার সঙ্গে সঙ্গেই মেডেল-জয়ের সর্বকালীন রেকর্ড ছুঁল ভারত। আর সোনা জিতে তা টপকে গেল।
[আরও পড়ুন: World Cup 2023: আরও একবার বিশ্বকাপ হাতে শচীন, কিংবদন্তিকেই বিশ্বকাপের গ্লোবাল অ্যাম্বাসাডর করল আইসিসি]
এবারের এশিয়ান গেমস সবঅর্থেই নজিরবিহীন হয়ে থাকল ভারতের জন্য। এর আগে ২০১৮ সালের এশিয়ান গেমসে ৭০টা পদক জিতেছিল ভারত। এবার সেই রেকর্ডও ছাপিয়ে গেল ভারতীয় দল। ভারতের পদক সংখ্যা এখন ৭১। পদক সংখ্যা আরও বাড়বে ভারতীয় দলের। বুধবারই একাধিক পদক জয়ের সম্ভাবনা রয়েছে ভারতের। ফলে পদক জয়ের সংখ্যা যে আরও বাড়বে তা বলাই বাহুল্য।