সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান গেমসে মঙ্গলবার ভারতের ঝুলিতে জোড়া সোনা। দুটিই এল অ্যাথলেটিক্স থেকে। প্রথমটি এসেছে মেয়েদের পাঁচ হাজার মিটার দৌড়ে পারুল চৌধুরীর (Parul Chaudhary) পায়ের জাদুতে। দ্বিতীয় সোনাটি এসেছে মেয়েদের জ্যাভলিন থ্রো ইভেন্টে অন্নু রানির হাত ধরে। যা চলতি এশিয়ান গেমসে ভারতের ১৫তম স্বর্ণপদক।
মঙ্গলবার ফাইনালে জাপানের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে টানটান লড়াই হয় পারুলের। শুরুর দিকে দ্বিতীয় স্থানে ছিলেন পারুল। কিন্তু শেষ ২৫ মিটারে কার্যত মিরাক্যাল ঘটিয়ে ফেলেন তিনি। বস্তুত শেষ ২০ সেকেন্ডেই সোনার পদকে নিজের নাম লিখিয়ে ফেলেন পারুল। চলতি এশিয়াডে (Asian Games) এটি পারুলের দ্বিতীয় পদক। এর আগে ৩ হাজার মিটার স্টিপলচেজে দেশকে রুপো এনে দিয়েছিলেন তিনি। ওই ইভেন্টেই ভারতের প্রীতি ব্রোঞ্জ পদক জেতেন।
[আরও পড়ুন: তিরন্দাজি ফাইনালে দুই ভারতীয়, সোনা ও রুপো নিশ্চিত টিম ইন্ডিয়ার]
সার্বিকভাবে এ বছর এশিয়াডে দুর্দান্ত পারফর্ম করছে ভারতের অ্যাথলেটিক্স টিম। স্টিপলচেজে ইতিমধ্যেই সোনা এনে দিয়েছেন অবিনাশ সাবলে। শটপুটে সোনা এনে দিয়েছেন তাজিন্দর পাল সিং। এবার ঐতিহাসিক সোনা এনে দিলেন পারুল। এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সোনা জিতলেন কোনও ভারতীয় মহিলা অ্যাথলিট। পারুলের সোনা জয়ের কিছুক্ষণ পরই ফের সুখবর আসে অ্যাথলেটিক্স থেকে। এবার ভারতের অন্নু রানি স্বর্ণপদক জেতেন জ্যাভলিন থ্রো ইভেন্টে। ফাইনালে তিনি হারান ভারতেরই নাদিশা ধিলন করে। নাদিশা পেলেন রুপো।
[আরও পড়ুন: এশিয়ান গেমস: বক্সিং ফাইনালে পৌঁছলেন লভলিনা, প্যারিস অলিম্পিকেরও টিকিট পেলেন]
এই নিয়ে এশিয়াডে ১৫টি সোনা জিতল ভারত। আগেরবার সংখ্যাটা ছিল ১৬। আগেরবার সব মিলিয়ে ৬৯টি পদক জিতেছিল টিম ইন্ডিয়া। এবার ইতিমধ্যেই ৬৭টি পদক ভারতের ঝুলিতে এসে গিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত টিম ইন্ডিয়া ১০০ পদক জয়ের টার্গেট পূরণ করতে পারে কিনা।