স্টাফ রিপোর্টার: কথাবার্তা পাকা। বাকি শুধু সই। যা হওয়ার সম্ভাবনা মঙ্গলবার। আর তারপরেই ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএন সিবেনিকে যোগ দিতে ক্রোয়েশিয়া উড়ে যাচ্ছেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান। সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের হয়ে সন্দেশের এএফসি কাপে খেলা নির্ভর করছে ক্রোয়েশিয়া যাওয়ার ভিসা পাওয়া না পাওয়ার উপর।
গত মরশুমে এটিকে মোহনবাগানে চুক্তির সময়ই জাতীয় দলের ডিফেন্ডার সন্দেশ (Sandesh Jhingan) চুক্তিপত্রে শর্ত রেখেছিলেন, বিদেশের কোনও ক্লাবে সুযোগ পেলে খেলতে যাবেন। সেক্ষেত্রে সন্দেশের এজেন্ট অনুজ কিচলু অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড-সহ ইউরোপের বিভিন্ন দেশের অনেকগুলি ক্লাবের সঙ্গে কথা চালাচ্ছিলেন। সন্দেশের তরফে শর্ত একটাই ছিল, কোনওরকম ট্রায়াল দেবেন না তিনি। শেষ পর্যন্ত ক্রোয়েশিয়ার সিবেনিক ক্লাবের সঙ্গেই কথাবার্তা চূড়ান্ত হয়েছে। সন্দেশ এখন অপেক্ষা করছেন, সিবেনিক ক্লাবের চুক্তিপত্র চলে আসার দিকে। এটিকে মোহনবাগানের ডিফেন্ডার এক বছরের চুক্তিতে ক্রোয়েশিয়ার (Croatia) ক্লাবে যাবেন, এরকমটাই ঠিক হয়েছে।
[আরও পড়ুন: ২০২৪ অলিম্পিক থেকে আর হয়তো দেখা যাবে না পদকজয়ী Mirabai ও Lovlina-কে!]
কিন্তু সিবেনিক থেকে এখনও চূড়ান্ত চুক্তিপত্র সন্দেশের হাতে এসে পৌঁছয়নি। ফলে সন্দেশ সরকারিভাবে তা এটিকে মোহনবাগানকে জানাতেও পারছেন না। তবে সন্দেশ আশা করছেন, মঙ্গলবারের মধ্যেই সিবেনিকের চুক্তিপত্র চলে আসবে। আর তারপরেই সরকারিভাবে তিনি মুখ খুলবেন। তার আগে ক্রোয়েশিয়া ক্লাব নিয়ে কোনও মন্তব্য করলে এটিকে মোহনবাগানের শাস্তির আওতায় আসতে পারেন তিনি।
তাহলে কি ১৪ আগস্ট এটিকে মোহনবাগানের হয়ে এএফসি খেলার জন্য মালদ্বীপে যাবেন না তিনি? আপাতত সন্দেশ ঠিক করেছে, যদি এর মধ্যে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য ভিসা না পান, সিবেনিক কর্তৃপক্ষকে জানাবেন, এটিকে মোহনবাগানের হয়ে এএফসি খেলেই ক্রোয়েশিয়া যাবেন। তবে সেটা নির্ভর করবে এটিকে মোহনবাগান কোচ হাবাসের উপরও।
[আরও পড়ুন: Gujarat-এর মুখ্যমন্ত্রীর কাছে তিনবার চাকরির আবেদন, সাড়া না মেলায় দিনমজুর বিশ্বকাপজয়ী ক্রিকেটার]
এক বছরের জন্য ক্রোয়েশিয়া ক্লাবে খেলতে গেলেও শর্ত মতো এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে না। যদি এক বছর পর ক্রোয়েশিয়া থেকে ফিরে আসেন, তাহলে এটিকে মোহনবাগান চাইলে, সবুজ-মেরুন জার্সিতেই ফের খেলবেন তিনি।