shono
Advertisement

ক্যাপ্টেন তো কী! মাঠ পরিষ্কার করে দৃষ্টান্ত স্থাপন বাবর আজমের, ভাইরাল ভিডিও

পাকিস্তান সুপার লিগের অন্যতম দামি ক্রিকেটার বাবর আজম।
Posted: 07:54 PM Feb 18, 2023Updated: 08:14 PM Feb 18, 2023
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam) দৃষ্টান্ত স্থাপন করলেন। ডাগ আউটের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বোতল পরিষ্কার করলেন নিজের হাতে। তাঁকে দেখে অন্য ক্রিকেটাররাও এগিয়ে আসেন। বাবর আজমের ক্রিকেট মাঠ পরিষ্কার করার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। পাক অধিনায়কের প্রশংসায় সবাই। পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League) পেশোয়ার জালমির (Peshawar Zalmi ) হয়ে নেমেছিলেন বাবর। করাচি কিংসের বিরুদ্ধে খেলা ছিল। সেই ম্যাচের শেষেই বাবর আজম মাঠ পরিষ্কার করলেন। 
পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে এবার খেলছেন বাবর। করাচি ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে প্রথম ম্যাচেই চলে বাবর আজমের ব্যাট। ম্যাচও জেতে পেশোয়ার জালমি। খেলার শেষে ডাগ আউটের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা জলের বোতল সরিয়ে দেন বাবর ও তাঁর সতীর্থরা। তাঁদের দেখে করাচি কিংসের অস্ট্রেলীয় ক্রিকেটার অ্যান্ড্রু টাইও এগিয়ে আসেন। তিনি নিজেও জলের বোতল সরান।
 

Advertisement

বাবর আজম পাকিস্তান সুপার লিগের অন্যতম দামি খেলোয়াড়। পাকিস্তানের অধিনায়কও তিনি। কিন্তু মাঠ পরিষ্কার করার সময়ে নিজের পরিচয় সরিয়ে রাখেন। বাবর আজমের মাঠ পরিষ্কার করার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বাবর আজম ব্যাট হাতে ৪৬ বলে ৬৮ রান করেন। ১৯৯ রান করেছিল পেশোয়ার। জবাবে ম্যাচ প্রায় জিতে নিয়েছিল করাচি কিংস।কিন্তু দিনের শেষে ম্যাচ জেতে বাবর আজমের পেশোয়ার। 
 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement