সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাগপুর টেস্ট শুরুর আগেই পিচ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন অজি তারকারা। এমনকী ১৭৭ রানে অজিদের প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর সেই বিতর্কে ঘৃতাহুতি হয়। কিন্তু পিচ ‘জুজু’ যে নেহাতই কথার কথা, তা ব্যাট হাতে নেমে প্রমাণ করে দেন ভারতীয় তারকারা। রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের চওড়া ব্যাটে প্রথম ইনিংস ৪০০ রান ছুঁয়ে ফেলল টিম ইন্ডিয়া।
ভারতের স্পিনের গেরোয় প্রথম ইনিংসে একের পর এক উইকেট হারায় অস্ট্রেলিয়া। একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে কপিল দেবের রেকর্ড ভাঙেন জাদেজা। আরেক অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ঝুলিতে ভরেন ৩ উইকেট। আর তাতেই ১৭৭ রানে গুটিয়ে যায় অজিবাহিনী। তবে জবাবে ব্যাট করতে নেমে চোখ ধাঁধানো ইনিংস খেলেন রোহিত শর্মা। ১২০ রান করে বুঝিয়ে দেন, উইকেট নিয়ে ক্ষোভের কোনও জায়গা নেই। বল চিনতে পারলে এই উইকেটেও অনায়াসে রান করা সম্ভব। অধিনায়কের সেই তত্ত্বে সিলমোহর দিলেন জাদেজা এবং অক্ষর। ৩৭ রানের ইনিংসে মন জয় করলেন শামিও।
[আরও পড়ুন: ধরমশালা থেকে সরতে পারে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট, আচমকা কেন অনিশ্চয়তা?]
হাত ঘুরিয়ে ৫ উইকেট নেওয়ার পর আবার ব্যাট করতে নেমে ৭০ রান করেন জাদেজা। আর নবম ওভারে ৮৪ রান করে দলকে স্বস্তিজনক জায়গায় পৌঁছে দিলেন অক্ষর প্যাটেল। ৮৪ রান করে আউট হন তিনি। পিচ বিতর্ককে খোঁচা দিয়ে প্রাক্তন পেসার ইরফান পাঠান বলে দেন, দ্বিতীয় নবম উইকেটেও ব্যাটার হাফ-সেঞ্চুরি করেন, আর সেই পিচ নিয়ে নাকি প্রশ্ন ওঠে।
প্রথম ইনিংস ৪০০ রানে ভারত অলডাউন হওয়ায় ২২৩ রানে এগিয়ে রইল ভারত। শেষ বেলায় অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে ধৈর্যের পরিচয় দিয়ে ৩৭ রান করেন মহম্মদ শামি। ১৯ বলে ১ রান করে অপরাজিত থাকেন সিরাজ। ‘ক্লান্ত’ অজিদের বিরুদ্ধে ভারতীয় স্পিনাররা ফের জাদু দেখাতে পারলে নাগপুর টেস্ট জিততে ভারতকে হয়তো বেশি বেগ পেতে হবে না।