সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina)। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ফাইনালে ফ্রান্সকে (France) হারালেও ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে নেই নীল-সাদা জার্সিধারীরা। বরং একনম্বরে রয়েছে ব্রাজিল। ফ্রান্স হেরে গেলেও র্যাঙ্কিংয়ে তিন নম্বরে এমবাপের দল। চার নম্বরে নেমে গিয়েছে বেলজিয়াম। যদিও বেলজিয়াম এবারের বিশ্বকাপে নক আউট পর্বে পৌঁছতেই পারেনি। হ্যারি কেন পেনাল্টি নষ্ট করায় ইংল্যান্ড ছিটকে যায় টুর্নামেন্ট থেকে। সেই ইংল্যান্ড ফিফা র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে।
আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস ম্যাচ পৌঁছয় টাইব্রেকারে। তার আগে দুই দেশের ফুটবলারদের মধ্যে ঝামেলা হয়েছিল। ম্যাচের শেষে লিওনেল মেসি রাগত ভাবে নেদারল্যান্ডস কোচ ভ্যান গালকে কটাক্ষ করেন। গোল করার পরে হল্যান্ড কোচের সামনে এসে অঙ্গভঙ্গি করেন।
[আরও পড়ুন: ৬২ বছরেও সোনার দৌড়, প্রতিযোগিতায় পাঁচটি স্বর্ণপদক কাটোয়ার অবসরপ্রাপ্ত শিক্ষকের]
মেসির সেই উদযাপন দেখে অনেকেরই মনে পড়ে যাচ্ছিল রিকলমের কথা। বার্সেলোনায় রিকলমেকে সই করানো হয়েছিল। কিন্তু ভ্যান গালের জন্যই আর্জেন্টাইন তারকাকে বার্সা ছাড়তে হয়। ফিফা ক্রমতালিকায় নেদারল্যান্ডস ছ’নম্বরে। লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া ৭ নম্বরে। এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইটালি। তারা রয়ে গিয়েছে আট নম্বরে।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ফিফা তালিকায় ন’ নম্বরে রয়েছে। এবারের বিশ্বকাপে চমকে দিয়েছে মরক্কো। হাকিমিদের দৌড় থেমে যায় ফ্রান্সের কাছে হার মেনে। মরক্কো রয়েছে ১১ নম্বরে। স্পেন এবার ব্যর্থ। তারা ১০ নম্বরে। এশিয়ার ফুটবলকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল জাপান। ফিফা ক্রমতালিকায় তারা ২০ নম্বরে। জাপান এবার চমকে দিয়েছে। গ্রুপ পর্বে জার্মানি, স্পেনকে হারিয়েছে তারা। ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে স্বপ্নের দৌড় থেমে যায় জাপানের।