সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে এসে গেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা (Cleiton Silva)। ডুরান্ড কাপের (Durand Cup) জন্য লাল-হলুদ ২৬ জনের যে দল পাঠিয়েছে, তাতে রয়েছেন ক্লেটন। কুয়াদ্রাত ব্রাজিলীয় স্ট্রাইকারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন, ডার্বি ম্যাচের দিন সকালে এলে তাঁকে ব্যবহারও করতে পারেন।
এখন দেখার লাল-হলুদের স্পেনীয় কোচ বিকেলে ব্যবহার করেন কিনা, তার হাতের অন্যতম সেরা অস্ত্রকে। ক্লেটন সম্পর্কে খোঁজখবর রাখছিলেন কুয়াদ্রাত। তিনি যে ফিট রয়েছেন, সেটাও জানিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ।
[আরও পড়ুন: একরাশ ক্ষোভে দল ছাড়তে চাইছেন নীতীশ রানা! বেকায়দায় টিম ম্যানেজমেন্ট]
গতবার দুরন্ত ফর্মে ছিলেন ক্লেটন। ১২টি গোল করেছিলেন। একটা সময়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ছিলেন। গতবারের তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ক্লেটনের সঙ্গে একবছর চুক্তি বাড়ায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের বর্ষসেরা ফুটবলারও ক্লেটন। এবার ভিসা সমস্যার জন্য তাঁর শহরে পৌঁছতে দেরি হয়। অবশেষে তিনি এলেন।
[আরও পড়ুন: ‘বিশ্বকাপ মাতাবে রোহিত’, হিটম্যানের জন্য শুভেচ্ছা যুবির]