সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোনাল্ডোকে ছাড়াই চেলসির (Chelsea) বিরুদ্ধে ম্যাচ ড্র। কিন্তু তাতেও রোনাল্ডো বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। ম্যাচের পরই শুধুমাত্র রোনাল্ডোকে নিয়ে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) দুই প্রাক্তন তারকা গ্যারি নেভিল এবং রয় কিন। শাস্তিস্বরূপ রোনাল্ডোকে চেলসি ম্যাচে না খেলানোর জন্য কিংবদন্তি গ্যারি নেভিল দাঁড়িয়ে গিয়েছেন ম্যান ইউ কোচ টেন হাগের পক্ষে। কিন অবশ্য টেন হাগের এই আচরণ মেনে নিতে পারেননি। ফলে আইরিশ তারকা তর্কে জড়িয়ে পড়েছেন গ্যারি নেভিলের সঙ্গে।
গত বৃহস্পতিবার টটেনহ্যামের বিরুদ্ধে শেষ মুহূর্তে মাঠে নামতে রাজি হননি রোনাল্ডো (Christiano Ronaldo)। আর তাতেই বিতর্কের সূত্রপাত। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চেলসি ম্যাচে রোনাল্ডোকে স্কোয়াডেই রাখেননি কোচ টেন হাগ। আর তাতেই এই ইস্যুতে চেলসি ম্যাচের পর বিতর্কে জড়িয়ে পড়েন প্রাক্তন দুই ম্যান ইউ তারকা। টেন হাগকে সমর্থন জানিয়ে নেভিল বলেন, ‘‘রোনাল্ডোকে বসানো ছাড়া কোচের আর কোনও বিকল্প রাস্তা ছিল না। কোচ হিসেবে টেন হাগ সব সময় চাইবেন, দলের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে।’’
[আরও পড়ুন: বৃষ্টিই কাঁটা হয়ে গেল দক্ষিণ আফ্রিকার, ফিরে এল ৩০ বছর আগের স্মৃতি]
রোনাল্ডো ইস্যুতে শুধুই টেন হাগের পাশেই দাঁড়াননি। এমনকি রোনাল্ডোকে পরামর্শ দিয়ে বলেছেন, যেখানে সব সময় ম্যাচ খেলার সুবিধে পাওয়া যাবে, রোনাল্ডোর উচিত সেরকম, কোনও ক্লাবে চলে যাওয়া। কারণ, বেঞ্চে বসে থাকাটা রোনাল্ডো মন থেকে কিছুতেই মেনে নিতে পারছে না। ম্যাচ শেষ হওয়ার আগে কিছুতেই ড্রেসিংরুমে ফিরে যাওয়া যায় না। আর আর এরকমটা করতেই থাকলে ক্লাব ছেড়ে দেওয়া উচিত।
সঙ্গে সঙ্গে ভিন্ন মত পোষণ করেন আরেক প্রাক্তন ফুটবলার কিন। বলেন, ‘‘এভারটনের বিরুদ্ধে রোনাল্ডো গোল করল। তারপর নিউ ক্যাসলের বিরুদ্ধে শুরু থেকে খেলল। তাই রোনাল্ডোকে এবাবে বসিয়ে রাখাটা বোধহয় ঠিক নয়। তারকাদের মন বুঝে খেলানো উচিত। মাথায় রাখতে হবে ফুটবলারের নাম রোনাল্ডো।’’