দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন কেএল রাহুল

05:39 PM Sep 12, 2019 |
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজে টেস্ট ওপেনার হিসেবে দেখা যাবে রোহিত শর্মাকে। বৃহস্পতিবার দল ঘোষণার পর একপ্রকার একথা জানিয়েই করে দিলেন নির্বাচক প্রধান এমএসকে প্রধান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জেরে দল থেকে বাদ গিয়েছেন লোকেশ রাহুল। তাঁর পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ প্রতিভাবান ক্রিকেটার শুভমন গিল। কেকেআরের উদীয়মান তারকা সম্প্রতি ইন্ডিয়া এ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তারই পুরস্কার পেলেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: পাক সফরে না যাওয়ার সিদ্ধান্তে ভারতের ভূমিকা নেই, ইমরানের মন্ত্রীকে পালটা শ্রীলঙ্কার]

শুভমন প্রসঙ্গে নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন, গিল মিডল-অর্ডার এবং ওপেনিং দুই স্লটেই ভাল খেলছে। তাই আমরা ওঁকে সুযোগ দিয়েছি। প্রয়োজনে ব্যাক-আপ ওপেনার হিসেবেও দেখা হতে পারে তাঁকে। এখন প্রশ্ন হল, গিল যদি ব্যাক-আপ হন তাহলে ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেনিংয়ে কে আসবেন। প্রশ্নের উত্তরে, নির্বাচক প্রধান জানিয়ে দিলেন, “আমরা রোহিত শর্মাকে টেস্টে ওপেনার হিসেবে সুযোগ দিয়ে দেখতে চাই।” উল্লেখ্য, সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তের বিশ্বের অন্যতম সেরা ওপেনার রোহিত। টেস্টে তিনি খেলেন মিডল অর্ডারে। তবে, ওয়েস্ট ইন্ডিজ সফর তাঁকে কাটাতে হয়েছে বেঞ্চে বসে। রোহিতের মতো প্রতিভাবান ক্রিকেটারকে বেঞ্চে বসিয়ে রাখতে চাই না ম্যানেজমেন্ট। সেকারণেই, তাঁকে ওপেনিংয়ে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[আরও পড়ুন: গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ, বধূ নির্যাতন মামলায় সাময়িক স্বস্তি শামির]

বৃহস্পতিবার সকাল থেকেই ধোনির অবসর নিয়ে একটি জল্পনা ছড়িয়েছিল। নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন। তাঁর সংক্ষিপ্ত বক্তব্য, ধোনির অবসরের খবর ভুয়ো। লোকেশ রাহুল বাদ যাওয়া ছাড়া ওয়েস্ট ইন্ডিজ সফরের দলই রাখা হয়েছে।

Advertising
Advertising

একনজরে ১৫ সদস্যের ভারতীয় দল: 
বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্থ, ঋদ্ধিমান সাহা, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জশপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমন গিল।

 

The post দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা, বাদ পড়লেন কেএল রাহুল appeared first on Sangbad Pratidin.

Advertisement
Next