সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি নির্বাচক প্রধানের উপর হামলার চব্বিশ ঘণ্টার মধ্যে কঠিন শাস্তি পেলেন মূল অভিযুক্ত। ক্রিকেট মাঠ থেকে আজীবন নির্বাসিত করা হল ক্রিকেটারকে।
অনূর্ধ্ব ২৩ দিল্লি দলের নির্বাচন ঘিরে চেয়ারম্যান তথা প্রাক্তন ভারতীয় দলের পেসার অমিত ভাণ্ডারির উপর সোমবার হামলা চালান একদল ছেলে। রীতিমতো মাটিতে ফেলে দল বেঁধে মারধর করা হয় নির্বাচক প্রধানকে। হেনস্থাকারীদের পাণ্ডা ছিলেন দিল্লি অনূর্ধ্ব ২৩ ক্রিকেটার অনুজ দেধা এবং তাঁর ভাই নরেশ। এই ঘটনায় গোটা দিল্লি ক্রিকেট মহলে আলোড়ন পড়ে যায়। এমন অক্রিকেটীয় আচরণের তীব্র নিন্দা করেন বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, বিষেণ সিং বেদী-সহ সকলেই। টুইটারে শেহওয়াগ লেখেন, “এমন ঘটনা অত্য়ন্ত লজ্জাজনক। অভিযুক্তর বিরুদ্ধে কড়া শাস্তির সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করি। আর ভবিষ্য়তে যাতে এর পুনরাবৃত্তি না হয়, সেদিকেও নজর রাখা উচিত।” ঘটনায় সরব হয়ে টুইট করে অভিযুক্তর আজীবন নির্বাসনের দাবি তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ওপেনার গম্ভীরও।
[প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তী গোলকিপার গর্ডন ব্যাংকস]
এদিকে, মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে সৌরভ গঙ্গোপাধ্যায়ও এই ঘটনার বিষয়ে মুখ খোলেন। বলেন, “এরকম নিন্দনীয় ঘটনার কথা ভাবতে পারছি না। অভিযুক্ত ক্রিকেটারের কঠিন শাস্তি হওয়া উচিত।” যার কয়েক ঘণ্টার মধ্যেই দিল্লি ক্রিকেট সংস্থার (ডিডিসিএ) প্রেসিডেন্ট রজত শর্মা অভিযুক্ত ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করার সিদ্ধান্তের কথা জানান। একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, বিশেষ কয়েকজন ক্রিকেটারকে দিল্লি দলে নির্বাচিত করতে নির্বাচকদের উপর চাপ সৃষ্টির যে সমস্ত অভিযোগ উঠেছে তার তদন্ত করা হবে ডিডিসিএ-র তরফে। ডিডিসিএ প্রেসিডেন্ট বলেন, “শেহওয়াগ-গম্ভীরের প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত হয়ে মূল হেনস্থাকারী অনুজকে আমরা আজীবন নির্বাসিত করছি।”
The post নির্বাচক প্রধানকে পেটানোর শাস্তি, আজীবন নির্বাসিত ক্রিকেটার appeared first on Sangbad Pratidin.