সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঠ কিংবা মাঠের বাইরে, সব জায়গায় তিনি শিরোনামে থাকেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। কখনও তিনি মাথা গরম করে বিতর্ক ডেকে আনেন। আবার অনেক সময় তাঁকে মহানুভবতার পরিচয় দিতেও দেখা যায়। এবার আল নাসেরের (Al Nassar FC) হয়ে ইরানে (Iran) গিয়ে এভাবেই সবার মন জয় করে নিলেন সিআর সেভেন (CR 7)। বিশেষ ভাবে সক্ষম শিল্পীর (Artist) সঙ্গে দেখা করলেন। ফাতেমা হামামি (Fatemeh Hamami) নামক মহিলা ফ্যানের মন জিতলেন পর্তুগালের (Portugal) মহাতারকা।
তবে এই ফাতেমা হামামির সঙ্গে রোনাল্ডোর এই প্রথম সাক্ষাৎ। এই সাক্ষাতের জন্য এই শিল্পীকে দীর্ঘ ছয় বছর অপেক্ষা করতে হয়েছে। ২০১৭ সালের কথা। সেই সময় রোনাল্ডো রিয়াল মাদ্রিদে খেলতেন। ইরানের এক শিল্পী তখন রোনাল্ডোর প্রতিকৃতি এঁকেছিলেন। এই শিল্পীর প্রতিকৃতির আলাদা বিশেষত্ব ছিল। কারণ বিশেষভাবে সক্ষম এই শিল্পী তাঁর প্রিয় মানুষের প্রতিকৃতি বানিয়েছিলেন পা দিয়ে। সেই ঘটনার দীর্ঘ ছয় বছর পর রোনাল্ডোর সঙ্গে ফাতেমা হামামির দেখা হল।
[আরও পড়ুন: বুমরাহ-সিরাজের জন্য মাঠের বাইরে বসে থাকা কতটা কষ্টের? স্পষ্ট জানালেন ‘ম্যাচের সেরা’ শামি]
২০১৭ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম বার রোনাল্ডোর প্রতিকৃতি শেয়ার করেছিলেন। যে ছবি রীতিমতো ভাইরাল হয়েছিল। ফাতেমার ইচ্ছে ছিল এক বার তাঁর যেন রোনাল্ডোর সঙ্গে দেখা হয়। পরবর্তীতে তিনি রোনাল্ডোর আরও বেশ কয়েকটি প্রতিকৃতি বানিয়েছেন। সেই ছবি ইনস্টাগ্রামে গেলেই দেখা যাবে।
সদ্য ইরানে গিয়েছিলেন রোনাল্ডো। পার্সিপোলিস এফসির বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার জন্য ইরানে গিয়েছিলেন রোনাল্ডো। এই ইরান সফরেই ফাতেমা হামামির সঙ্গে দেখা হয়েছে রোনাল্ডোর। সিআর সেভেনকে তাঁর আঁকা দুটি প্রতিকৃতি উপহার দেন ফাতেমা। সেই ভিডিওটি স্বভাবতই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।