সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লড়াই তাঁর অস্থিতে, মজ্জায়৷ তিলে তিলে নিজেকে শক্ত করে বারংবার ফিরে এসেছেন৷ ফিরেছেন সাফল্যের কাঁধে ভর করে৷ এবার যে তার ব্যতিক্রম ঘটবে না, তা প্রায় নিশ্চিত ছিল৷ ছিল জয়ের প্রত্যাশা৷ দেশবাসী বিপুল প্রত্যাশা পূরণ করে কমনওয়েলথ গেমসে সোনা জিতলেন মণিপুরের মেরি কম৷
[কমনওয়েলথে সুশীলের দাপটে চমকাল বিশ্ব, এল প্রত্যাশিত সোনা]
আজ সকালে কমনওয়েলথ গেমসের দশম দিনে মহিলা বক্সিংয়ের ৪৫-৪৮ কেজি বিভাগে সোনা ছিনিয়ে আনেন মেরি৷ চলতি চুর্নামেন্টে এটাই তাঁর প্রথম সোনা জয়৷ ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়ন, পাঁচ বারের এশিয়ান চ্যাম্পিয়ন, অলিম্পিকে ব্রোঞ্জ, এশিয়ান গেমসে সোনা পদকের লম্বা তালিকায় থাকা মেরি কমকে নিয়ে প্রত্যাশা ছিল প্রচুর৷ কারণ, এতদিন এই কমনওয়েলথ গেমসের পদকটাই ছিল না তাঁর শো-কেসে৷ গত বছর দীর্ঘ দিন বাদে বক্সিং রিংয়ে ফিরে এসেই এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছিলেন মেরি৷ ফলে, এবার সোনা জিতেই দেশের মাটিতে পা রাখবেন মোরি কম৷
শুধু মেরি কমই নয়, একই সঙ্গে এদিন ৫২ কেজির বক্সিং বিভাগে সোনা জেতেন গৌরব সোলাঙ্কিও৷
কমনওয়েলথ গেমসে দশম দিনে বক্সিংয়ে জোড়া সোনা প্রাপ্তির পাশাপাশি, সঞ্জীব রাজপুত ৫০ মিটার রাইফেল শুটিংয়েও সোনা ছিনিয়ে আনলেন৷
১২৫ কেজির রেসলিংয়ে সোনা জিতেছেন সুমিত মালিক৷
এই নিয়ে ভারতের ঝুলিতে এল ২১টি সোনার পদক৷
এবারের কমনওয়েলথ গেমসে বেশ ভাল ফল করেছেন ভারতীয় ক্রীড়াবিদরা৷ এই মুহূর্তে ভারত তৃতীয় স্থান ধরে রেখেছে৷ ২১টি সোনা, ১২ রূপো, ব্রোঞ্জ ১৪টি পদক নিজের নামে করে ফেলেছে ভারত৷
[কনিষ্ঠতম ভারতীয় অ্যাথলিট হিসাবে শুটিংয়ে সোনা জিতে ইতিহাস অনীশের]
The post বক্সিংয়ে সোনা আনলেন মেরি কম-গৌরব, শুটিংয়ে সঞ্জীব রাজপুত appeared first on Sangbad Pratidin.