সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) উইকেটরক্ষক দীনেশ কার্তিকের (Dinesh Karthik) খারাপ সময় চলছেই। গতবার ১৬ ম্যাচে ৩৩০ রান ছিল কার্তিকের। এবার ৮ ম্যাচে তাঁর সংগ্রহ ৮৩।
বুধবার চিন্নাস্বামীতে কেকেআর প্রথমে ব্যাট করে ২০০ রান করে। জবাবে ব্যাট করতে নেমে যখন রানের দরকার ছিল, তখন কার্তিকের ব্যাট ঝলসে ওঠেনি। ১৮ বলে ২২ রান করেন কার্তিক। তার উপরে ভুল বোঝাবুঝির জন্য সুয়শ প্রভুদেশাই রান আউট হন। যার ফলে আরসিবি ভক্তরা প্রচণ্ড রেগে যান।
[আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ডাক পাওয়ার পরে রাহানের প্রতিক্রিয়া, ‘জীবন সবসময় মসৃণ নয়’]
এবারের টুর্নামেন্টে কার্তিকের রান যথাক্রমে ০,৯,১(অপরাজিত),০,২৮,৭,১৬,২২। ফ্যাফ ডু প্লেসি, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েলরা ফিরে যাওয়ার পরে কার্তিক আরেকটু দায়িত্ববোধের পরিচয় দিতে পারতেন। কিন্তু আরসিবি ভক্তরা কার্তিককে নিয়ে মোটেও সন্তুষ্ট নন। কেউ কার্তিককে লিখেছেন, পার্টটাইম ক্রিকেটার। আবার কেউ বলেছেন, পুরোদস্তুর ধারাভাষ্যকার। কেউ আবার ধোনির সঙ্গে তাঁর তুলনা নিয়ে তুলোধনা করেছেন। শিবানী শুক্লা নামের এক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ”দীনেশ কার্তিক এখন আর দলের সম্পদ নয়, দলের বোঝা হয়ে উঠেছে। সতীর্থদের রান আউট করে সাবোতাজ করছে দলের সঙ্গে।”
আরেক টুইটার ব্যবহারকারী লিখেছেন, ”এই লোকটা মনে করে এমএস ধোনির মতো ম্যাচ শেষ করতে পারে। আর ওরা দীনেশ কার্তিকের সঙ্গে তুলনা করে ধোনির।”
এক ভক্ত টুইট করেছেন, ”দীনেশ কার্তিককে রেখে দিয়ে সবচেয়ে ভুল করেছে আরসিবি।” এরকমই সব মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এক ভক্ত লিখেছেন, ”ফিনিশ করার ক্ষেত্রে ৪১ বছর বয়সি এমএস ধোনি এখনও দীনেশ কার্তিকের থেকে ঢের ভাল।”
আরসিবি-র ঘরের মাঠ চিন্নাস্বামী। সেই চিন্নাস্বামীতেও কেকেআরের কাছ হার মেনেছে আরসিবি। প্রিয় দল হেরে যাওয়ায় ভক্তদের তোপের মুখে দীনেশ কার্তিক।