shono
Advertisement

পুলিশকে হারাল ইস্টবেঙ্গল, কলকাতা লিগে প্রথম জয় লাল-হলুদের

দ্বিতীয় ম্যাচে কাঙ্খিত জয় পেল লাল-হলুদ।
Posted: 05:40 PM Jul 17, 2023Updated: 06:02 PM Jul 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ পুলিশকে (West Bengal Police) হারিয়ে কলকাতা লিগে প্রথম জয় পেল ইস্টবেঙ্গল (East Bengal)। এদিন লাল-হলুদ ব্রিগেড ৪-২ গোলে হারাল পুলিশকে।

Advertisement

তপেন্দু ঘোষের আত্মঘাতী গোলে প্রথমে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। খেলার বয়স তখন ১৭ মিনিট। এর ঠিক আট মিনিট পরেই দ্বিতীয় গোল লাল-হলুদের। সার্থক গোলুই গোল করে ইস্টবেঙ্গলকে ২-০ এগিয়ে দেন। ৩৩ মিনিটে সুব্রত বিশ্বাস পেনাল্টি থেকে গোল করে পুলিশের হয়ে ব্যবধান কমান। বিরতির সময়ে খেলার ফল ছিল ২-১। 

[আরও পড়ুন: আয়ারল্যান্ড সফরে বিশ্রামে দ্রাবিড়, নতুন কোচ হিসেবে যাবেন কে?]

 

বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট দুয়েকের মধ্যেই সমতা ফেরায় পশ্চিমবঙ্গ পুলিশ। ৪৭ মিনিটে রাজীব দত্ত গোল করে ২-২ করেন। ৭০ মিনিটে ফের ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে দীপ সাহা ৩-২ করেন লাল-হলুদের অনুকূলে। এর ঠিক চার মিনিট পরেই অভিষেক কুঞ্জম ৪-২ করেন। তার পরে আর কোনও দলই গোল করতে পারেনি।

কলকাতা লিগে কাঙ্খিত জয় পেল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচটি জিতলেও পুলিশের কাছে দু’ গোল হজম করতে হল। এটা কিন্তু চিন্তার বিষয়  ইস্টবেঙ্গলের জন্য। আগামিদিনে এই বিষয়টা নিয়ে নিশ্চয় ভাবনাচিন্তা করবেন বিনু জর্জ। 

[আরও পড়ুন: এশিয়াডে ভারতকে ফুটবল খেলার সুযোগ করে দিন, মোদিকে আরজি কোচ ইগর স্টিমাচের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার