সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবার অলক্ষে চলে গেলেন প্রাক্তন ডানহাতি স্পিনার (লেগ ব্রেক এবং অফ ব্রেক) দীপঙ্কর সরকার (Dipankar Sarkar)। শনিবার, ৩০ ডিসেম্বর সকালে তাঁর দক্ষিণ কলকাতার বাসভবনে ৭৪ বছর বয়েসে তিনি পরলোকগমন করেন। একটা সময় বাংলা, পুর্বাঞ্চলের দাপটের সঙ্গে খেলেছিলেন সদ্য প্রয়াত। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে মোহিন্দর অমরনাথ (Mohinder Amarnath)। প্রয়াত মনসুর আলি খান পতৌদি (Mansoor Ali Khan Pataudi) থেকে গুন্ডাপ্পা বিশ্বনাথ (Gundappa Viswanath)। একাধিক নামজাদা ব্যাটারের বিরুদ্ধে দাপটের সঙ্গে বোলিং করেছিলেন দীপঙ্কর সরকার।
ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের হয়ে ষাটের দশকের মধ্যভাগে এবং সত্তরের প্রথমভাগে তিনি কৃতিত্বের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন। তাঁর স্মৃতিতে নিয়ে কথা বলতে গিয়ে সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, “দীপঙ্কর দা, খুব ভালো লেগ স্পিন করার পাশাপাশি হঠাৎ করে বেশ জোরের সঙ্গে অফ স্পিন করে দিত। সেই সময় বাঘা বাঘা ব্যাটাররা ওকে সামলাতে হিমসিম খেয়েছিল। ভারতীয় দলের জার্সি গায়ে চাপাতে না পারলেও, ভারতের স্কুল দলের হয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফরম্যান্স করেছিল দীপঙ্কর দা।”
[আরও পড়ুন: ‘আপনি মুখ খুললেই বিতর্ক!’, নেটিজেনের মন্তব্যের মোক্ষম জবাব গম্ভীরের]
ক্লাব ক্রিকেটেও অনবদ্য পারফরম্যান্স করেছিলেন সদ্য প্রয়াত। কালীঘাট ও ইস্টবেঙ্গলে কৃতিত্বের সঙ্গে খেলেছিলেন তিনি। বাংলার রনজি জয়ী অধিনায়ক ফের যোগ করেন, “দীপঙ্কর দা আমার থেকে সিনিয়র ছিলেন, কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল ওঁর সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলার। এক এক করে বহু বিখ্যাত বাঙালি ক্রীড়াবিদ চলে যাচ্ছেন। আমাদের ময়দান খালি হয়ে যাচ্ছে।”
১৯৫০ সালের ৮ জানুয়ারি জন্ম নিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। ক্লাব ক্রিকেটে ইস্টবেঙ্গলের হয়ে খেলার পাশাপাশি বাংলা ও রেলওয়েজের হয়ে খেলেছেন প্রথম শ্রেণির ক্রিকেট। সেই সময় ২৮টি প্রথম শ্রেণির ম্যাচে নিয়েছিলেন ৯৩টি উইকেট। ম্যাচে সেরা বোলিং ৬৬ রানে ৭ উইকেট। সঙ্গে কোনও ম্যাচে পাঁচবার ৭ উইকেট নেওয়ার পাশাপাশি ২বার ১০ উইকেট নিয়েছিলেন সদ্য প্রয়াত।