সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটপ্রেমী শাহরুখ খান (Shahrukh Khan) তো সকলের কাছেই পরিচিত। তবে এবার ফুটবলের সঙ্গেও নিজের যোগাযোগ বাড়াচ্ছেন বলিউড বাদশা। দিন কয়েক আগে কাতারে এএফসি এশিয়ান কাপের ফাইনাল দেখতে গিয়েছিলেন তিনি। এবার ফিফা (FIFA) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর (Gianni Infantino )সঙ্গে সাক্ষাৎ করলেন কিং খান।
নিজের ইনস্টাগ্রামে ‘গ্লোবাল স্টার’ শাহরুখের সঙ্গে ছবি পোস্ট করে ফিফা প্রেসিডেন্ট। ক্যাপশনে লেখেন, “এশিয়ান কাপ ফাইনালের সময়ে শাহরুখের সঙ্গে দেখা করার সৌভাগ্য হল। খেলাধুলা নিয়ে শাহরুখের ব্যাপক উৎসাহ, সেটা জেনে খুব খুশি হয়েছি। খেলা নিয়ে আগামী দিনে আপনার যা কিছু পরিকল্পনা রয়েছে তার জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করি ফিফার কোনও টুর্নামেন্টে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।”
[আরও পড়ুন: অবশেষে অভিষেক সরফরাজের, তৃতীয় টেস্টে চার বদল ভারতীয় দলে]
উল্লেখ্য, ফিফা ও ফুটবলের সঙ্গে শাহরুখের সম্পর্ক নতুন নয়। কাতারে আয়োজিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে তাঁকে আমন্ত্রণ জানিয়েছি ফিফা। প্রাক্তন ইংল্যান্ড তারকা ওয়েন রুনির সঙ্গে ম্যাচের আগে স্টুডিওতেও হাজির ছিলেন কিং খান। এবার ফুটবল ম্যাচ দেখতে কাতারে যান তিনি। গত ১০ ফেব্রুয়ারি সেই ম্যাচ দেখতে এসেছিলেন কাতারের প্রধানমন্ত্রী। শাহরুখের সঙ্গে দেখা করে হাতও মেলান তিনি।
‘ফুটবলপ্রেমী’ শাহরুখ অভিনেতা হিসাবে কামব্যাক করেন গত বছর। পাঠান, জওয়ান, ডাঙ্কির মতো একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। শোনা গিয়েছিল, এবার অন্তত চার বছরের জন্য অভিনয় থেকে সরে দাঁড়াতে পারেন তিনি। তাহলে কি এবার ফুটবলের দুনিয়ায় অন্যভাবে দেখা যাবে বলিউড বাদশাকে? ফিফা প্রেসিডেন্টের সঙ্গে ছবিতে উসকে গেল জল্পনা।