shono
Advertisement

‘বড্ড নাটক করে ছেলেটা’, জয়ের কারিগর হয়েও শুধু সমালোচিতই হবেন নেইমার?

মেক্সিকো ম্যাচে নেইমারের চোটের এ ভিডিওটি খুঁটিয়ে দেখেছেন? The post ‘বড্ড নাটক করে ছেলেটা’, জয়ের কারিগর হয়েও শুধু সমালোচিতই হবেন নেইমার? appeared first on Sangbad Pratidin.
Posted: 09:34 AM Jul 03, 2018Updated: 10:17 AM Jul 03, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের চোখ ভিজেছে লিও মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর স্বপ্নভঙ্গের শোকে৷ তাঁরা মহান-কীর্তিমান৷ তাঁদের পায়ের ছোঁয়ায় জাদু লুকিয়ে৷ তাঁরা বলে পা দিলেই সোনা ফলে৷ তাঁদের শো-কেসে সুসজ্জিত ব্যালন ডি’অরই তাঁদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়৷ তাই বিশ্বকাপ থেকে তাঁদের অকাল বিদায়ের পরও যেন সকলে বলে ওঠেন, যেতে নাহি দিব৷ মেসি-রোনাল্ডো-ইনিয়েস্তাদের চলে যাওয়ায় বিশ্বকাপের জৌলুস ম্রীয়মান৷ তাঁদের ছাড়া যে এত বড় মহারণ ভাবাই যায় না! তাই ছিটকে গিয়েও রয়ে গিয়েছেন তাঁরা ফুটবল মহলের চর্চায়৷ তবে চর্চার মধ্যে আরও একটি জায়গা করে নেয় মাঝেমধ্যে৷ কিন্তু শ্রেষ্ঠত্বের জয়গান গাইতে নয়, নেহাতই মশকরা করতে৷ তাঁর ‘নাটক’ বা ‘অভিনয়’ নিয়ে শুধু নেটদুনিয়া কেন, গোটা বিশ্বেই হাসি ঠাট্টার জোয়ার উঠেছে৷ তিনি নেইমার জুনিয়র৷

Advertisement

[ভাগ্যের কাছে হার জাপানের, দুর্দান্ত কামব্যাক করে শেষ আটে বেলজিয়াম]

বড্ড নাটক করে ছেলেটা৷ এবার এটা বন্ধ করা উচিত৷ আর পাঁচজনের মতোই এবার এ পরামর্শ দিলেন কিংবদন্তি মারাদোনাও৷ এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে ফুটবলের রাজপুত্র বলেন, “নেইমারও একজন বড় তারকা৷ তবে এখনও ওর অনেক খামতি রয়েছে৷ তাও ওকে তারকা বলাই যায়৷ কিন্তু ওকে বুঝতে হবে মাঠে অতিরিক্ত ডাইভ দিলে হলুদ কার্ড দেখতে হয়৷ এখন তো আবার ভিএআর পদ্ধতিও রয়েছে৷ কোস্টারিকার বিরুদ্ধে ইতিমধ্যেই একটা কার্ড দেখেছে৷ তাই নেইমারের ‘সস্তা’র নাটক কম করা উচিত৷”

চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই দু’টি গোল করে ফেলেছেন৷ মেসি-রোনাল্ডো-মুলাররা যখন অঘটনের গেড়োয় পড়ে বিদায় নিয়েছেন, তখন বিশ্বকাপে বিজয়রথ ছুটিয়ে চলেছেন নেইমার৷ সোমবার মেক্সিকোর বিরুদ্ধে ফিরমিনোর গোলের নেপথ্যেও ছিল সেই ব্রাজিলীয় পোস্টার বয়েরই মাপা পাস৷ তা সত্ত্বেও বেশ মেপেই তাঁর জয়গান গাওয়া হয়৷ বয়স তো অল্প৷ পাছে অত্যধিক প্রশংসায় অতিরিক্ত আত্মবিশ্বাসে ভোগেন! অথচ দেশের জার্সি গায়ে দুই ভিনগ্রহের তারকার থেকে ইতিমধ্যেই বেশি সাফল্য ঝুলিতে ভরেছেন এই ২৬ বছরের ছোকরা৷ তাতে কী? ‘ঈশ্বর’ হতে এখনও তাঁর ঢের দেরি৷ আদৌ হতে পারবেন কি না, তাও জানা নেই৷ তাই ফুটবল সরিয়ে চর্চায় উঠে আসে তাঁর অভিনয় দক্ষতা৷ তৈরি হয় হাজারো মিম৷ এমনকী গতকাল যে চোট তিনি পেয়েছেন, তাকেও নাটকের তালিকাতেই ফেলা হয়েছে৷ কিন্তু ক্যামেরা যে মিথ্যে বলে না৷ সেখানেই স্পষ্ট তাঁর পায়ের উপর কীভাবে বুট পরা পা নিয়ে দাঁড়িয়ে ছিলেন বিপক্ষের ফুটবলার৷

[মেক্সিকান ওয়েভ থামিয়ে বিশ্বকাপের শেষ আটে নেইমাররা]

তবে প্যারিজ সাঁ জাঁ স্ট্রাইকার নিজেকে এসব থেকে দূরে রাখতেই ভালবাসেন৷ তাঁর লক্ষ্য স্থির৷ দলকে কাঙ্খিত জয় এনে দেওয়া৷ প্রি-কোয়ার্টার জয়ের পর নেইমার বলছেন, “ম্যাচটা কঠিন ছিল৷ প্রতিপক্ষ যে শক্তিশালী, তা জানতাম৷ তাই আমাদের ভুগতে শিখতে হবে৷” তবে শিষ্যের পারফরম্যান্সে দারুণ খুশি কোচ তিতে৷ বলেন, “দুর্দান্ত কোনও অ্যাথলিটেরও সম্পূর্ণভাবে খেলায় ফিরতে চার-পাঁচটা ম্যাচের দরকার হয়৷ কিন্তু গত ম্যাচেও দুর্দান্ত খেলেছিল৷ এই ম্যাচেও আবার তার ঝলক দেখা গেল৷”

The post ‘বড্ড নাটক করে ছেলেটা’, জয়ের কারিগর হয়েও শুধু সমালোচিতই হবেন নেইমার? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement