shono
Advertisement

বিশ্বকাপে ‘স্পর্শকাতর’ নেইমার, হাসির রোল নেটদুনিয়ায়

ভিডিওগুলো দেখলে হেসে উঠবেন আপনিও৷ The post বিশ্বকাপে ‘স্পর্শকাতর’ নেইমার, হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.
Posted: 04:09 PM Jul 01, 2018Updated: 04:39 PM Jul 01, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেসি-রোনাল্ডোর বিদায়ের পর ফুটবলবিশ্ব তাকিয়ে আছে নেইমারের দিকে৷ কিন্তু মেসি-রোনাল্ডোর ব্যর্থতা ঢাকতে যে শক্ত কাঁধ প্রয়োজন তা কি ব্রাজিল অধিনায়কের আছে, আছে কি নেইমারের শিরদাঁড়ায় সেই জোর? নেটদুনিয়া অন্তত বলছে নেই৷ কারণ এবারের বিশ্বকাপে পারফরম্যান্সের নিরিখে যতটা না শিরোনামে এসেছেন তার চেয়ে তিনি অনেক বেশি শিরোনামে এসেছেন প্লে-অ্যাক্টিংয়ের জন্য৷ কখনও হালকা স্পর্শতেই পড়ে যাওয়া, কখনও আলতো ছোঁয়ায় গড়াগড়ি খাওয়া আবার কখনও নিজে নিজেই বিপক্ষ ফুটবলারকে ধাক্কা মেরে ফাউল জেতার চেষ্টা, নিন্দুকেরা বলছেন এসবই নাকি সাফল্যের সঙ্গে করছেন ব্রাজিল অধিনায়ক৷ নেটদুনিয়া ইতিমধ্যেই ভরে গিয়েছে নেইমারের ট্রোলড ভিডিও-য়৷

Advertisement

[সমাজকল্যাণে ম্যাচ ফি দান করছেন ফ্রান্সের তরুণ নায়ক এমবাপে]

 

[বিশ্বকাপ যাবে আসবে, বেঁচে থাক স্পোর্টসম্যান স্পিরিট]

কিন্তু নেইমারের মত এহেন প্রতিভাবান ফুটবলারের এমন অভিনয় করার প্রয়োজনীয়তা কী? এতে কি আদৌ কোনও উপকার হচ্ছে তাঁর দলের৷ নাকি বারবার এভাবে ফাউল পাওয়ার চেষ্টা গতি কমিয়ে দিচ্ছে ব্রাজিলের আক্রমণের? এ প্রশ্নের উত্তর অন্ধ ব্রাজিল সমর্থকদের কাছেও নেই৷ খেলা চলাকালীন একাধিকবার ধারাভাষ্যকারদেরও করতে শোনা গিয়েছে এ প্রশ্ন৷ কে জানে প্রশ্নের উত্তর হয়তো দিতে পারবেন শুধু ব্রাজিল অধিনায়ক৷ বিশেষজ্ঞরা বলছেন, নেইমারের মতো প্রথম সারির তারকাদের কাছ থেকে এ ধরণের প্লে-অ্যাক্টিং প্রত্যাশিত নয়, তাঁর হয়তো আরও দায়িত্বশীল হওয়া উচিত৷

The post বিশ্বকাপে ‘স্পর্শকাতর’ নেইমার, হাসির রোল নেটদুনিয়ায় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement