shono
Advertisement

ব্র্যান্ড অ্যাম্বাসাডর মাইক ওকোরো, আটলান্টায় ডার্বি ১৪ আগস্ট

এই ডার্বি ম্যাচের নাম দেওয়া হয়েছে ইউএসএ আইএফএ শিল্ড।
Posted: 12:08 PM Jul 18, 2022Updated: 12:08 PM Jul 18, 2022

স্টাফ রিপোর্টার: শুধু দেশে কেন। ইস্টবেঙ্গল-মোহনবাগানকে (East Bengal vs Mohun Bagan) ঘিরে আবেগ আছড়ে পড়েছে বিদেশের ভূমিতেও। ভারতীয় ফুটবলের এই দুই প্রাচীন ক্লাবের সমর্থকরা বিদেশ বিভুঁইয়ে অপেক্ষায় বসে থাকেন, কবে জানতে পারবেন, দেশের মাটিতে ডার্বি ম্যাচ হচ্ছে।

Advertisement

ভারতের মাটিতে ডার্বি ম্যাচের ফল জেনে বিদেশের মাটিতে প্রবল উৎসব শুরু করে দেন প্রবাসী বাঙালিরা। কিন্তু হাতের কাছে ডার্বির গরম উত্তাপ পাবেন কি করে? সেই কারণেই কয়েক বছর ধরে ইংল্যান্ডের প্রবাসী বাঙালিরা নিজেদের মধ্যে শুরু করেছেন ডার্বি। অর্থাৎ, দু’দলের সমর্থকদের দুটো দলে ভাগ করে ম্যাচ হয়। যেখানে ডার্বি ম্যাচের মতোই প্রবল উত্তেজনা থাকে। ইংলান্ডের এই ডার্বিতে বহুবার চিমা ওকোরিকে (Chima Okorie) উপস্থিত থাকতে দেখা গিয়েছে। এবার প্রবাসের ডার্বি ইংল্যান্ড থেকে পাড়ি দিল আমেরিকায়। ১৪ আগস্ট আমেরিকার আটলান্টায় অনুষ্ঠিত হতে চলেছে এই মহা ডার্বি।

[আরও পড়ুন: IND vs ENG: দুরন্ত সেঞ্চুরি পন্থের, ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজ ভারতের]

আটলান্টার বাঙালি কমিউনিটিকে ডাকা হয় ‘বাগা’ নামে। তারাই এবার ডার্বির উদ্যোক্তা। এই ডার্বি ম্যাচের নাম দেওয়া হয়েছে, ইউএসএ আইএফএ শিল্ড। আর এই ম্যাচ ঘিরে আটলান্টার বাগা কমিউনিটিতে এখন সাজসাজ রব। এক সময় ইস্টবেঙ্গলে খেলে যাওয়া নাইজেরিয়ান তারকা মাইক ওকোরো এই মুহূর্তে আমেরিকায়। আটলান্টার বাঙালি কমিউনিটি ইউএসএ আইএফএ শিল্ডে, ডার্বির ম্যাচের জন্য মাইক ওকোরোকে (Mike Okoro) ব্র‌্যান্ড অ্যাম্বাসাডর নিযুক্ত করেছে। এদিন এক ভিডিও বার্তায় ওকোরো বলেন, “ভারতের দুই প্রাচান ক্লাবের মধ্যে কী পরিমাণ রেষারেষি সেটা আমি জানি। দেশ থেকে এত দূরে থেকে দুই ক্লাবের সমর্থকদের মধ্যেও যে ডার্বি ম্যাচ ঘিরে প্রবল রেষারেষি থাকবে, সেটা বলাই বাহুল্য।

১৪ আগস্ট সমর্থকদের মধ্যে ডার্বি ঘিরে আটলান্টায় যে উত্তেজনা তৈরি হয়েছে, তারজন্য সেখানকার ফুটবলার ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছেন ইস্টবেঙ্গলের আরেক প্রাক্তন তারকা আলভিটো ডি’কুনহাও।

[আরও পড়ুন: ক্রিকেট থেকে সাময়িক বিরতি! স্টোকসদের সঙ্গে সিরিজ শেষের পরেও ইংল্যান্ডেই থাকবেন কোহলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement