shono
Advertisement

সেয়ানে সেয়ানে লড়াই শেষে কলিঙ্গ যুদ্ধ অমীমাংসিত, এক পয়েন্ট নিয়ে ফিরছে মোহনবাগান

পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া করল মোহনবাগান।
Posted: 06:59 PM Feb 24, 2024Updated: 07:39 PM Feb 24, 2024

মোহনবাগান: ০
ওড়িশা: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলা নেওয়া হল না। হাতছাড়া হয়ে গেল লিগ টেবিলে শীর্ষস্থান দখলের লড়াইও। সমানে সমানে লড়াই করেও অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসিকে হারাতে পারল না মোহনবাগান (Mohun Bagan)। সাদিকু-পেত্রাতোসরা একাধিক সুযোগ পেয়েও গোলমুখ খুলতে পারলেন না। ফলে ম্যাচ শেষ হল গোলশূন্যভাবে।

Advertisement

একটা দল নিজেদের শেষ তিন ম্যাচ জিতেছে। আরেকটা দল জিতেছে নিজেদের শেষ চার ম্যাচ। ম্যাচ শুরুর আগে একটা দল ছিল পয়েন্ট টেবিলের ১ নম্বরে আরেকটা দল ৩ নম্বরে। সুতরাং ভুবনেশ্বরে দুই দলের কেউ যে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়বে না, সেটা প্রত্যাশিতই ছিল। হলও তাই। কলিঙ্গ স্টেডিয়ামে শনিবাসরীয় লড়াইটা হল সমানে সমানে। রক্ষণের ফাঁকফোকর থেকে শুরু করে আক্রমণে ভুলচুক, অসংখ্য ভুল করল দুই শিবিরই। যার ফলে দিনের শেষে কোনও দলই গোল করতে পারল না।

[আরও পড়ুন: থাকছেন ব্যারেটো-পিঙ্কি প্রামাণিক, রান ফর ট্রাইবালসদের জন্য অযোধ্যা পাহাড়ে এক অন্য ম্যারাথন]

অথচ এই ম্যাচেও গোলের সুযোগ এসেছিল অজস্র। এদিন কামিন্সের জায়গায় সাদিকুকে (Armando Sadiku) স্ট্রাইকার হিসাবে নামান হাবাস। সেই সাদিকু ম্যাচের ২৪ মিনিটে একেবারে সুবর্ণ সুযোগ নষ্ট করলেন। আশিস রাইয়ের পাঠানো ক্রস একেবারে গোলের সামনে পেয়েছিলেন তিনি। গোলরক্ষক অমরিন্দর সিংকে কাটিয়ে গোলটাই করতে পারলেন না তিনি। আবার ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রসবারে বল লাগালেন ওড়িশার মরিসিও। সেটাও গোলে রাখতে পারলে এগিয়ে যেতে পারত ওড়িশা। ম্যাচের ৫১ মিনিটে আবারও সহজ সুযোগ মিস করলেন মোহনবাগানের সাদিকু। শেষ দিকে সাদিকুর জায়গায় কামিন্সকে নামান হাবাস। তাঁকে বেশ চনমনে দেখাচ্ছিল। কিন্তু গোলমুখ খুলতে পারেননি তিনিও।

[আরও পড়ুন: শুভেন্দুর ‘খলিস্তানি’ মন্তব্যে ভবানীপুর থানায় এফআইআর, মমতাকে চিঠি শিখ সম্প্রদায়ের]

এই ম্যাচ ড্র হওয়ায় আইএসএলের (ISL 10) পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলের সুযোগ হারাল সবুজ-মেরুন শিবির। আপাতত ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে মোহনবাগান রইল তৃতীয় স্থানে। ১৬ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে ওড়িশা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে মুম্বই দুনম্বরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement