shono
Advertisement

‘বিমানবন্দর থেকে আমাকে নিতে এসেছিল শামি’, কেকেআরের দিনগুলিতে ফিরে যাচ্ছেন প্রাক্তন কোচ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ছাত্রকে দেখছেন নাইটদের প্রাক্তন কোচ।
Posted: 06:57 PM May 01, 2023Updated: 06:59 PM May 01, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়দেব উনাদকাটকে (Jaydev Unadkat) ভারতের প্রথম একাদশে দেখতে চান ওয়াসিম আক্রম (Wasim Akram)। ৭ জুন ওভালে হবে ভারত-অস্ট্রেলিয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের ছাত্র ছিলেন জয়দেব উনাদকাট। কেকেআরের বোলিং কোচ ছিলেন আক্রম। সেই সময়ে পাকিস্তানের বিখ্যাত বাঁ হাতি পেসার উনাদকাট, মহম্মদ শামিদের ক্লাস নিতেন। খুব কাছ থেকে তাঁদের দেখেছিলেন। তাঁদের পরামর্শ দিয়েছিলেন। তাঁর প্রাক্তন ছাত্ররাই এখন দেশের বোলিং বিভাগের পতাকাবাহক। যা দেখে ভাল অনুভূতি আক্রমের।

[আরও পড়ুন: বাতিল হতে পারে এশিয়া কাপ? বিকল্প টুর্নামেন্ট আয়োজনের ভাবনা BCCI-এর]

 

ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে উনাদকাটের পারফরম্যান্স বেশ ভাল। রনজি ট্রফিতে উনাদকাটের নেতৃত্বে সৌরাষ্ট্র হারায় বাংলাকে। আক্রম বলছেন, ”প্রথম শ্রেণির ক্রিকেটে উনাদকাটের পারফরম্যান্স বেশ ভাল। ওর দল রঞ্জি ট্রফি জেতে। আমার সঙ্গে ওর সাক্ষাৎ হয়েছিল যখন, তখন উনাদকাটের বয়স ছিল ১৮। শেখার খুব আগ্রহ ছিল।”

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উনাদকাটের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব কম। তিন-চার জন পেসার নিয়ে যদি ভারত ফাইনালে নামে, তবেই উনাদকাটের সম্ভাবনা রয়েছে। বুমরাহর অনুপস্থিতিতে ভারতের পেস বোলিং আক্রমণের দায়িত্ব মহম্মদ সিরাজ ও মহম্মদ শামির উপরেই। উমেশ যাদব, শার্দূল ঠাকুর ও উনাদকাটকে ডাকা হয়েছে।

আক্রম ফিরে যাচ্ছেন কেকেআর-এর দিনগুলিতে। টাইমমেশিনের সাহায্য না নিয়ে আক্রম বলছেন, ”আমাকে নিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে এসেছিল শামি। সন্ধের সময়ে চায়ের টেবিলে আমার সঙ্গে ওরা বসত। যাদের সঙ্গে একসময়ে কাজ করেছিলাম, তারাই এখন ভাল পারফর্ম করছে, এটা দেখেও খুব ভাল লাগছে। দেশকে প্রতিনিধিত্ব করছে ওরা। ক্রিকেটবিশ্ব ওদের স্বীকৃতি দিচ্ছে। এটা বিরাট বড় ব্যাপার। ভারতের হয়ে উনাদকাটকে দেখতে চাই আমি। ওভালে বল সুইং করলে উনাদকাটের সফল হওয়ার সম্ভাবনাই বেশি।”

[আরও পড়ুন: ধোনির অবসর রহস্য! চেন্নাই কোচ ফ্লেমিংয়ের মন্তব্যে বাড়ল জল্পনা]

 

 
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement