shono
Advertisement

রাহুল নয়, বিশ্বকাপে খেলানো হোক ঈশান কিষানকে, মত গম্ভীরের

কেন ঈশান কিষানের কথা বলছেন গম্ভীর?
Posted: 02:11 PM Sep 06, 2023Updated: 02:11 PM Sep 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকেশ রাহুল নয়, ঈশান কিষানকে বিশ্বকাপের (World Cup 2023) প্রথম একাদশে দেখতে চান ভারতের প্রাক্তন তারকা গৌতম গম্ভীর (Gautam Gambhir)। সঞ্জু স্যামসন জায়গা পাননি ভারতের বিশ্বকাপ দলে। লোকেশ রাহুলকে নিয়ে দ্বিধা দ্বন্দ্ব থাকলেও নির্বাচকরা তাঁকেই দলে রেখেছেন। সম্প্রচারকারী চ্যানেলকে গম্ভীর বলছেন, ”একটা কথা বলি, চ্যাম্পিয়নশিপ জিততে কী দরকার-নাম নাকি ফর্ম? যদি রোহিত অথবা বিরাট টানা চারটি পঞ্চাশ করে, তাহলেও কি মানুষ বলবে ওদের পরিবর্তে লোকেশ রাহুলকে নেওয়া হোক?”

Advertisement

ওয়ানডে ফরম্যাটে দুরন্ত ফর্মে রয়েছেন কিষান। টানা চারটি পঞ্চাশ করেন তিনি। ওপেন করতে নেমে টানা তিনটি হাফ সেঞ্চুরি করেন। পাকিস্তানের বিরুদ্ধে একটি পঞ্চাশ আসে মিডল অর্ডারে খেলতে নেমে। গম্ভীর বলছেন, ”বিষয় হল, বিশ্বকাপ জিততে হলে নামের পিছনে ছুটলে হবে না। ফর্মের ভিত্তিতে বিচার করা উচিত। সেই প্লেয়ারকেই বেছে নেওয়া উচিত যে পারফর্ম করবে এবং দলকে বিশ্বকাপ জেতাবে।” গম্ভীর আরও বলছেন, ”আমার মনে হয়, প্রথম একাদশে জায়গা পাওয়ার ব্যাপারে এগিয়ে কিষানই।”

[আরও পড়ুন: ‘ভারত কি হারের ভয় পাচ্ছে?’, এশিয়ার কাপের ভেন্যু বিতর্কে খোঁচা প্রাক্তন পাক বোর্ড চেয়ারম্যানের]

 

লোকেশ রাহুল চলতি বছরের ১ মে থেকে দলের বাইরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সময়ে ঊরুতে চোট পান রাহুল। লন্ডনে অস্ত্রোপচার হয় তাঁর। জাতীয় ক্রীড়া অ্যাকাডেমিতে রিহ্যাব করেন তিনি। গম্ভীর বলছেন, ”ইশান কিষান বলে ওর সঙ্গে তুলনা হচ্ছে অন্য কারওর। ও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেনি তাই সবাই বলছে কেএল রাহুল খেলবে প্রথম একাদশে ঢুকবে, ঈশান নয়। যদি ঈশান কিষানের মতো বিরাট কোহলি বা রাহুল দ্রাবিড় টানা হাফ সেঞ্চুরি করত, তাহলে কি কেউ বলত, লোকেশ রাহুল খেলবে ওদের জায়গায়? উত্তরটা হল না।”

[আরও পড়ুন: বাংলাদেশ শিবিরে ধাক্কা, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শান্ত, যোগ দিচ্ছেন লিটন দাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement