shono
Advertisement

ধোনিদের বিরুদ্ধে আইপিএল-এ নিজের শততম ম্যাচে নামছেন নেতা গম্ভীর

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআর আর গৌতম গম্ভীর নাম দু’টো যেন সমার্থক হয়ে গিয়েছে। সেই ২০১১-য় কিং খানের দলের নেতা হিসেবে সফর শুরু। এখন অধিনায়ক গোতি ছাড়া নাইট দলকে ভাবতেই পারেন না সমর্থকরা। দলের প্রতিটি ভাল-মন্দে সতীর্থদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। সামনে এসে সমালোচনা যেমন সামলেছেন, তেমন সময়মতো বাইশ গজে তার যোগ্য জবাবও দিয়েছেন। দলকে দু’বার […] The post ধোনিদের বিরুদ্ধে আইপিএল-এ নিজের শততম ম্যাচে নামছেন নেতা গম্ভীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:49 AM Apr 26, 2017Updated: 10:55 AM Jul 11, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেকেআর আর গৌতম গম্ভীর নাম দু’টো যেন সমার্থক হয়ে গিয়েছে। সেই ২০১১-য় কিং খানের দলের নেতা হিসেবে সফর শুরু। এখন অধিনায়ক গোতি ছাড়া নাইট দলকে ভাবতেই পারেন না সমর্থকরা। দলের প্রতিটি ভাল-মন্দে সতীর্থদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন তিনি। সামনে এসে সমালোচনা যেমন সামলেছেন, তেমন সময়মতো বাইশ গজে তার যোগ্য জবাবও দিয়েছেন। দলকে দু’বার চ্যাম্পিয়ন করেছেন। কেকেআর দলের ক্যাপ্টেন হিসেবে ২৫টি অর্ধশতরানের রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতেই। হাঁকিয়েছেন ৩২৩টি বাউন্ডারি। যা আইপিএল-এ আর কোনও নেতা করতে পারেননি। সেই অধিনায়কই আজ, বুধবার নিজের শততম ম্যাচ খেলতে নামবেন পুণের বিরুদ্ধে। তার আগে গৌতম গম্ভীরকে শুভেচ্ছা জানালেন তাঁর সতীর্থরা।

Advertisement

[নিলামে বাদ পড়ার যন্ত্রণা মনোজের ব্যাটিংয়ে দেখছি: দীপ দাশগুপ্ত]

বিপক্ষ দলে রয়েছেন ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএল-এ নেতার আসনে না বসলেও সেরা ‘ফিনিশার’-এর তকমাটা বেশ ভালভাবেই ধরে রেখেছেন মাহি। তাঁর বিরুদ্ধেই লড়াই গম্ভীর অ্যান্ড কোম্পানির। তবে নাইট নেতার ভরসা রয়েছে সতীর্থদের উপর। তিনি মনে করেন, তিনি একা কিছুই করেননি। দলগতভাবেই সাফল্য আসে। কেকেআর-এর ক্ষেত্রেও তাই হয়েছে।

[ধোনিকে কেকেআর-এ পেতে এই কাজটিও করতে রাজি কিং খান!]

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে রয়েছে কলকাতা। গত ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে রেকর্ড রানে গুটিয়ে দেওয়ায় আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন নাইটরা। এবার কেকেআর-এর নেতা হিসেবে নিজের শততম আইপিএল ম্যাচটি জিতে তা স্মরণীয় করে রাখতে চান গম্ভীর। গোতি মাঠে নামার আগে তাঁকে নিয়ে একটি স্পেশাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। যেখানে কেকেআর কোচ জ্যাক ক্যালিস থেকে ইউসুফ পাঠান সকলেই গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ।

দেখে নিন সেই ভিডিও।

The post ধোনিদের বিরুদ্ধে আইপিএল-এ নিজের শততম ম্যাচে নামছেন নেতা গম্ভীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার