shono
Advertisement

Breaking News

Nikhat Zareen: ৫৩ সেকেন্ডে খেল খতম! পদক নিশ্চিত করে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেলেন নিখাত জারিন

নিখাতের দাপট বজায় রয়েছে।
Posted: 08:36 PM Sep 29, 2023Updated: 08:53 PM Sep 29, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবেই ফিরে আসা যায়। সেটা ফের একবার প্রমাণ করে দিলেন নিখাত জারিন (Nikhat Zareen)। পদক জয়ের টার্গেট নিয়েই চলতি এশিয়ান গেমসের (Hangzhou Asian Games 2023) রিংয়ে নেমেছিলেন এই মহিলা বক্সার। আর সেটাই করলেন। কোয়ার্টার ফাইনালে জর্ডনের বিপক্ষ নাসার হানানকে মাত্র ৫৩ সেকেন্ডে হারিয়ে দিলেন তিনি। একইসঙ্গে এই জয়ের সৌজন্যে পেয়ে গেলেন প্যারিস অলিম্পিকের (Paris Olympics) ছাড়পত্র। ভারতের প্রথম বক্সার হিসেবে প্যারিস অলিম্পিকের টিকিট পেয়ে গেলেন তিনি।

Advertisement

সেমিফাইনালে থাইল্যান্ডের চুথামাত রাকসাতের মুখোমুখি হবেন নিখাত। এই লড়াইয়ে জয় পেলে সোনার লক্ষ্যে ফাইনালে খেলতে নামবেন ভারতের অন্যতম সেরা মহিলা বক্সার। প্রসঙ্গত, মহিলাদের ৫০ কেজি বিভাগে সেমিফাইনালে ওঠা চার বক্সারই ২০২৪ প্যারিস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করলেন। স্বভাবতই সাফল্য পাওয়া সব প্রতিযোগীদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

[আরও পড়ুন: দারুণ ছন্দে বাবর, ভারতের মাটিতে নেমেই রিজওয়ানের শতরান! কী বললেন পাক ব্যাটার?]

২০২২ ইস্তানবুল এবং চলতি বছর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বক্সিংয়ের বিশ্বচ্যাম্পিয়নশিপে সোনা জিতেছিলেন নিখাত। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি। এবার এশিয়ান গেমসেও প্রথম বার পদক জয় নিশ্চিত হল নিখাতের।

এদিকে চলতি এশিয়াডে হকিতে অপ্রতিরোধ্য ভারতের মেয়েরা। ১৩-০ গোলে সিঙ্গাপুরকে উড়িয়ে চিন অভিযান শুরু করেছিল দেশের প্রমিলা বাহিনী। এবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকেও নাস্তানাবুদ করল টিম ইন্ডিয়া। শুক্রবার ভারত ৬-০ গোলে হারাল প্রতিপক্ষকে। একেবারে একপেশে খেলা হল এদিনও। বলতে গেলে সিঙ্গাপুরের বিরুদ্ধে ঠিক যেখানে শেষ করেছিল ভারত, ঠিক সেখান থেকেই মালয়েশিয়ার বিরুদ্ধে শুরু করল তারা। পুল ‘এ’-র ম্য়াচে প্রথম কোয়ার্টারেই চলে আসে চার গোল। মণিকা (৭ মিনিট) গোলের খাতা খোলেন। ঠিক এক মিনিটের মাথায় ব্য়বধান দ্বিগুণ করেন ক্য়াপ্টেন দীপ গ্রেস এক্কা। ১১ মিনিটে নবনীত কউর স্কোরলাইন ৩-০ করেন। চতুর্থ গোলটি আসে বৈষ্ণবী ফালকের (১৫ মিনিটে) স্টিক থেকে। সঙ্গীতা কুমারী ২৪ মিনিটে ৫-০ করেন। ম্যাচের ষষ্ঠ গোলটি এসেছে ৫০ মিনিটে লালরেমসিয়ামির পা থেকে। আগামী রবিবার অর্থাৎ ১ অক্টোবর কোরিয়ার বিরুদ্ধে পুলের তৃতীয় ম্যাচ খেলবে প্রমিলা বাহিনী।

[আরও পড়ুন: খালিস্তানিদের নিশানায় ভারত-পাক ম্যাচ, পান্নুনের হুমকিতে বিশ্বকাপেও সন্ত্রাসের ছায়া]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement