shono
Advertisement

I League 2023-24: আইজলের বিরুদ্ধে জিতলেও শিলংয়ের কাছে আটকে গেল মহামেডান

ড্র করল মহামেডান।
Posted: 09:40 PM Nov 03, 2023Updated: 09:40 PM Nov 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগ জিতে আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল। আই লিগের প্রথম ম্যাচে আইজল এফসিকে হারাতেই সেই আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা যায়। তবে প্রথম ম্যাচে বিপক্ষের বিরুদ্ধে ২-১ গোলে হারিয়ে দিলেও, দ্বিতীয় ম্যাচটা মোটেও সুখের হল না। শুক্রবার শিলং লাজংয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ল সাদা-কালো বাহিনী।

Advertisement

এদিন নৈহাটি স্টেডিয়ামে তাকুতো মিকির গোলে এগিয়ে যায় শিলং। প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে পাহাড়ের দলকে এগিয়ে দেন ৯ নম্বর জার্সিধারী এই স্ট্রাইকার। তবে শিলং সেই লিড ধরে রাখতে পারেননি। কারণ ৫৩ মিনিটে সমতা ফেরান চলতি মরশুমে দুরন্ত ছন্দে থাকা ডেভিড লাললানসাঙ্গা। তবে এর পর আর কোনও দল গোলের মুখ খুলতে পারেননি। ফলে ম্যাচ ১-১ গোলে শেষ হয়।

[আরও পড়ুন: ‘ছেলেদের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট’, কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে বলছেন কুয়াদ্রাত]

কয়েক সপ্তাহ আগেই তৃতীয়বারের জন্য কলকাতা লিগ ঢুকে পড়েছে মহামেডান তাবুঁতে। সেই অভিযানে সবচেয়ে বেশি অবদান রেখেছেন মিজ়োরামের ২১ বছরের নতুন তারা ডেভিড। লিগে তাঁর পা থেকে এসেছে ২১ গোল। এবার আই লিগের মঞ্চেও গোল পেয়ে গেলেন তিনি। তবে তাঁর দল দ্বিতীয় ম্যাচ থেকে তিন পয়েন্ট আনতে ব্যর্থ হল।

দীর্ঘদিন পর আই লিগে কামব্যাক করল শিলং। এর আগে ২০১৩-১৪ মরসুমে দুবার একে অন্যের মুখোমুখি হয়েছিল। দুবারই হেরে মাঠ ছাড়তে বাধ্য হয় মহামেডান। আর তাই এবার পাহাড়ের দলের বিরুদ্ধে নামার আগে সাদা-কালো কোচ আন্দ্রে চেরনিশভ সাবধানী ছিলেন। কিন্তু এতে লাভ হল না। শেষ পর্যন্ত জয় অধরাই রয়ে গেল সাদা-কালো শিবিরের।

[আরও পড়ুন: সাতে সাত করেও দক্ষিণ আফ্রিকাকে বিশেষ গুরুত্ব, শহরে নেমেই পিচ দেখতে ইডেনে রাহুল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement