সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর কয়েকটা দিন। তার পরই বিশ্বজয়ের লক্ষ্যে মহাযুদ্ধে (ICC Cricket World Cup) নেমে পড়বে ১০টি দেশ। কোন দলের কী শক্তি, দুর্বলতাই বা কী? বিশ্বযুদ্ধের আগে আতসকাচের নিচে ফেলে দেখে নেওয়া যাক সব দলের টিম প্রোফাইল। শুরুতেই আলোচনা অস্ট্রেলিয়াকে (Australia) নিয়ে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা ভারতের মাটিতে ফের বিশ্বজয়ের স্বপ্নে মশগুল। কিন্তু তাঁদের দলে সেই শক্তি আছে কি?
প্রথমেই নজর রাখা যাক অস্ট্রেলিয়ার গোটা দলের দিকে:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্টিভ স্মিথ (Steve Smith), অ্যালেক্স কেরি, জশ ইংলিশ, সিন অ্যাবোট, ক্যামেরুন গ্রিন, যশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, মার্নস লাবুশানে, মিশেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক
শক্তি:
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞতা। পাঁচবারের চ্যাম্পিয়নরা দ্বিপাক্ষিক সিরিজে যেমনই ফর্মে থাকুন না কেন, বিশ্বকাপের প্রশ্ন এলে অজিদের পারফরম্যান্স যেন অন্য মাত্রা পায়। ভারতের মাটিতে বিশ্বকাপেও ফের চমক দেখাতে চাইবে অজিরা। তাছাড়া অস্ট্রেলিয়ার টপ অর্ডার ভীষণ শক্তিশালী। ওয়ার্নার, স্মিথ, মিচেল মার্শরা যে কোনও বোলিং বিভাগের ঘুম কাড়তে পারেন। অজিদের আরও একটি শক্তির জায়গা হল পেস বিভাগ। অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হ্যাজেলউড, তিন বিশ্বমানের পেসারের পাশাপাশি রয়েছেন একাধিক পেস বোলিং অলরাউন্ডার।
দুর্বলতা:
অজিদের সবচেয়ে বড় দুর্বলতা হতে পারে তাদের স্পিন বিভাগ। অস্ট্রেলিয়ার একমাত্র স্বীকৃত স্পিনার অ্যাডাম জাম্পা। দ্বিতীয় স্পিনার হিসাবে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে ম্যাক্সওয়েলের দিকে। ভারতের মাটিতে স্পিনারদের অভাব ভোগাতে পারে অস্ট্রেলিয়াকে। তাছাড়া এই অস্ট্রেলিয়া দলের মিডল অর্ডার নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ স্টয়নিস, গ্রিন, ট্রেভিস হেড, অ্যালেক্স কেরি বা, লাবুশানেরা ভারতে সেভাবে ওয়ানডে খেলেননি। এঁদের অনেকেই আইপিএল খেলেন বটে, কিন্তু টি-২০ ক্রিকেট আর ওয়ানডে ক্রিকেট একেবারেই এক নয়।
এক্স ফ্যাক্টর:
অজি দলের এক্স ফ্যাক্টর হতে পারেন গ্লেন ম্যাক্সওয়েল। এমনিতে ম্যাক্সওয়েল ব্যাট হাতে নিমেষে ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে ব্যাটের থেকেও তাঁর বলের দিকে বেশি তাকিয়ে থাকবে অজিরা। এছাড়াও মার্কাস স্টয়নিস অজিদের এক্স ফ্যাক্টর হয়ে ওঠার ক্ষমতা রাখেন।
সম্ভাব্য একাদশ:
মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নস লাবুশানে/ট্রেভিস হেড, অ্যালেক্স কেরি, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা
সম্ভাবনা:
এমনিতে অস্ট্রেলিয়া যে কোনও বিশ্বকাপেই ফেভারিট হিসাবে নামে। প্যাট কামিন্সের অস্ট্রেলিয়াও ব্যতিক্রম নয়। এই অজি দলে যেমন প্রচুর বোলিং বিকল্প রয়েছে, তেমনি রয়েছে ব্যাটিং গভীরতা। স্পিন বিভাগ নিয়ে সামান্য চিন্তা থাকলেও বড় অঘটন না ঘটলে সেটা শেষ চারে যাওয়ার ক্ষেত্রে সেটা বাধা হওয়া উচিত নয়।