সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোট-আঘাতের সমস্যায় জর্জরিত চেন্নাই সুপার কিংস। লিগ টেবিলেও পরে আছে সবার শেষে। কামব্যাকের আশায় এবার ডেওয়াল্ড ব্রেভিসকে দলে নিল চেন্নাই। যিনি 'বেবি এবি' নামেও পরিচিত। আহত স্পিনার গুর্জনপ্রীত সিংয়ের বদলি হিসেবে প্রোটিয়া ব্যাটারকে নিলেন ধোনিরা। অন্যদিকে আহত গ্লেন ফিলিপসের জায়গায় গুজরাট নিল শ্রীলঙ্কার দাসুন শানাকাকে।
কিছুদিন আগেই চোটের জন্য ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। নেতৃত্ব এসে পড়েছে ফের ধোনির কাঁধেই। রুতুরাজের জায়গায় আয়ুষ মাত্রেকে নিয়েছিল তারা। এবার চোট পেয়েছেন স্পিনার গুর্জনপ্রীত। সেই জায়গায় ২.২ কোটি টাকায় ব্রেভিসকে নিয়েছে চেন্নাই। এর আগে ২০২২-২০২৪ পর্যন্ত তিনি মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন। বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য তাঁকে 'বেবি এবি' বলে ডাকা হলেও আইপিএলে সেভাবে আগুন ঝরাতে পারেননি।
আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, 'আহত গুর্জনপ্রীতের বদলে সিএসকে ডেওয়াল্ড ব্রেভিসকে সই করিয়েছে। ব্রেভিস এর আগে মুম্বই ইন্ডিয়ান্সে ছিলেন। ১০টি ম্যাচ খেলেছেন তিনি। ২.২ কোটি টাকায় সিএসকে'কে আসছেন তিনি'। মজার বিষয় হল, ব্রেভিস নিজেই চেন্নাইয়ে খেলার বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। শুক্রবার দুপুরেই ইনস্টাগ্রামে একটি শুধু হলুদ ছবি পোস্ট করেন। সেই জল্পনা কিছুক্ষণের মধ্যেই সত্যি হয়ে যায়।
২০২৪-এ মুম্বই জার্সিতে তিনি মাত্র ৬৯ রান করেছিলেন। মূলত ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যবহার করা হলেও সেভাবে 'ইমপ্যাক্ট' রাখতে পারেননি। আইপিএলের মহা নিলামে অবিক্রীত ছিলেন। এবার ২২ বছর বয়সি ব্যাটার নিজের কেরিয়ার ও চেন্নাইয়ের স্বপ্ন, দুটোই বাঁচাতে পারেন কি না, সেটাই দেখার।
