সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাস্তবতার সঙ্গে জীবনের কঠিন লড়াই লড়তে হয়েছিল তাঁকে। প্রতি পদে সইতে হয়েছিল অপমান। যদিও দীর্ঘ ১০ মাসের প্রক্রিয়া শেষে আরিয়ান থেকে অনয়া হয়েছেন তিনি। গত বছর নিজেই জানিয়েছিলেন লিঙ্গ পরিবর্তনের কথা। তবে এই যাত্রায় রীতিমতো 'মূল্য' চোকাতে হয়েছিল প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তানকে। তাঁর অভিযোগ, ক্রিকেটাররা তাঁকে নগ্ন ছবি পাঠাতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্রিকেট জগতে 'বিষাক্ত পুরুষত্ব' নিয়ে সরব হতে দেখা গিয়েছে অনয়াকে।
এক ওয়েবসাইটে তিনি বলেন, "আমার বয়স যখন আট বা নয়, তখন আলমারি থেকে মায়ের পোশাক নিয়ে পরতাম। আয়নায় তাকিয়ে নিজেকে মেয়ে ভাবতাম। তখন থেকেই মেয়ে হওয়ার স্বপ্ন ছিল। মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। বাবা যেহেতু বিখ্যাত, তাই কিছুটা গোপনীয়তা বজায় রেখে চলতে হত। ক্রিকেট জগৎ নিরাপত্তাহীনতা এবং বিষাক্ত পুরুষত্বে ভরা।"
অনয়ার (Anaya Bangar) সংযোজন, "আমি যেমন অনেকের সমর্থন পেয়েছি, তেমনই হয়রানিরও শিকার হতে হয়েছে। কিছু ক্রিকেটার তো আমাকে নগ্ন ছবি পাঠাত। একজন সবার সামনে গালিগালাজও করেছিল। সে আবার আমার পাশে বসে ছবি তুলতে চাইত। এমন আরও উদাহরণ রয়েছে। কিছুদিন আগে ভারতে গিয়েছিলাম। তখন এক সিনিয়র ক্রিকেটারকে আমার পরিস্থিতি সম্পর্কে বলি। সেই ক্রিকেটার আমাকে বলে, গাড়িতে চলো। তোমার সঙ্গে শুতে চাই।"
কর্মসূত্রে ইংল্যান্ডে থাকেন অনয়া। বাবার মতোই অনয়াও ক্রিকেটার হতে চেয়েছিলেন। স্থানীয় ক্লাব ক্রিকেটে ইসলাম জিমখানায় খেলেছেন। পাশাপাশি বাঁ-হাতি এই ব্যাটার লেস্টারশায়ারের হিঙ্কলি ক্রিকেট ক্লাবের হয়েও খেলেছেন। ২০২৩ সালের নভেম্বরে আইসিসি জানায়, ট্রান্সজেন্ডার অ্যাথলিটদের মহিলা ক্রিকেটে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না। তাই আপাতত মহিলা দলে তিনি খেলতে পারবেন না। এর জন্য তিনি হতাশাও গোপন করেননি। প্রসঙ্গত, তিনি ২০২১ সালে লিঙ্গ পরিবর্তনের সিদ্ধান্ত নেন। সেই মতো ‘হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি’ও হয় তাঁর।
