shono
Advertisement

ICC ODI World Cup 2023: বিরাটের ঘরের মাঠে ভারতকে বেগ দিচ্ছে আফগানিস্তান, লড়াকু স্কোর রশিদদের

চার উইকেট নেন বুমরাহ।
Posted: 06:02 PM Oct 11, 2023Updated: 07:10 PM Oct 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) ঘরের মাঠে খেলা। অরুণ জেটলি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের হাতে ব্যানার, প্ল্যাকার্ড। তাতে লেখা, ‘ফিরিয়ে আনো ১৯৮৩, ২০১১।’ বিশ্বকাপের ( ICC ODI World Cup 2023)শুরু থেকেই সবাই বলে যাচ্ছেন, ‘কাপ আনো ঘরে।’
দেশের ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। অরুণ জেটলি স্টেডিয়ামে সবার নজর কেড়ে নিয়েছিলেন একা বিরাট কোহলি। এটা তাঁর কাছে হোমকামিং। বিরাটের জার্সি পরে ভক্তরা সমর্থন করলেন প্রিয় দলকে। প্রথমে ব্যাট করে বেশ লড়াকু রানই করল আফগানিস্তান। ৫০ ওভারের শেষে আফগানরা করল ৮ উইকেটে ২৭২  রান। তবে একটা সময় আফগানিস্তান যেভাবে এগোচ্ছিল, তাতে তিনশো রান হলেও অবাক হওয়ার কিছু ছিল না। 

Advertisement

[আরও পড়ুন: উদ্বোধনী অনুষ্ঠান হয়নি, ভারত-পাক ম্যাচের আগে থাকছে মেগা জলসা]

 

সীমিত ওভারের ফরম্যাটে আফগানিস্তান যথেষ্ট লড়াকু দল। শাহিদি (৮০) এবং ওমরজাই (৬২) আফগানিস্তানকে বেশ ভালো জায়গায় দাঁড় করিয়ে দেন। এঁরা দুজন আরও কিছুক্ষণ থেকে গেলে আফগানিস্তান কিন্তু আরও বেশি রান করতেই পারত।
বুধবার টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। দুই ওপেনার গুরবাজ এবং জাদরান স্কোরবোর্ডে ৩২ রান তোলেব। জাদরানকে (২২) ফেরান বুমরাহ। আইপিএলে কেকেআর-এর হয়ে খেলেন গুরবাজ (২১)।  বিপজ্জনক ব্যাটার তিনি। কিন্তু এদিন বিধ্বংসী মেজাজে ধরা দেননি তিনি। পাণ্ডিয়া ফেরান গুরবাজকে। রহমত শাহও (১৬) বেশিক্ষণ টিকতে পারেননি। শাহিদি ও ওমরজাই আফগানিস্তানের ইনিংস গড়ার কাজ করেন। ভারতীয় বোলারদের আক্রমণের রাস্তা নেন তাঁরা। শাহিদিকে ফেরান কুলদীপ। ওমরজাই বোল্ড হন পাণ্ডিয়ার বলে।
বাকিরা অবশ্য বড় রান করতে পারেননি। লোয়ার অর্ডার যদি আরও একটু রান যোগ করতে পারত, তাহলে স্কোরবোর্ড আরও হৃষ্টপুষ্টই দেখাত। ভারতীয় বোলারদের মধ্যে বুমরাহ ৪টি উইকেট নেন। 

[আরও পড়ুন: বিশ্বকাপেও ইজরায়েল-হামাস সংঘর্ষের ছায়া, গাজার ‘ভাইবোন’দের জয় উৎসর্গ রিজওয়ানের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement