সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালে পাকিস্তানের (Pakistan) জার্সি গায়ে প্রথমবার মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। তবে জাতীয় দলে অভিষেক ঘটানোর অনেক আগেই ভারতীয় দলের বিরুদ্ধে বোলিং করে ফেলেছিলেন হ্যারিস রউফ (Haris Rauf)। কেমন ছিল পাক জোরে বোলারের অভিজ্ঞতা? টিম ইন্ডিয়ার (Team India) নেটে তাঁর সামনে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতের মাটিতে বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) খেলতে এসে এমনই মজার অভিজ্ঞতা জানালেন তিনি।
২০১৮-১৯ মরশুমের কথা। অস্ট্রেলিয়ার (Australia) মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল ভারতীয় দল। সেই সময় বিগ ব্যাশের অন্যতম সেরা দল মেলবোর্ন স্টার্সের হয়ে খেলছিলেন হ্যারিস রউফ। জোরে বোলিংয়ের সঙ্গে উইকেটের দু’দিকে সুইং করানো। এটাই ছিল তাঁর সম্পদ। সেটা জেনেই রবি শাস্ত্রীর টিম ম্যানেজমেন্ট তাঁকে ডেকে পাঠান।
[আরও পড়ুন: ‘সিরিজের সেরা’ হয়ে এবারের বিশ্বকাপ মাতাবেন শুভমান, আগাম ঘোষণা যুবরাজের]
কেমন ছিল বিরাটকে বোলিং করার সেই অভিজ্ঞতা? হ্যারিস রউফ বললেন, “ভারতীয় দলের নেটে এসেই বিরাটকে বোলিং করার সুযোগ পেয়েছিলাম। আমার বিরুদ্ধে খেলার জন্য বিরাট মুখিয়ে ছিল। প্রতিটা বল খুব মন দিয়ে খেলছিল। বেশ কিছু ডেলিভারি ভালো জায়গায় থাকলেও, বিরাট অনায়াসে সেই বলকে সপাটে মারছিল। ওর প্যাশন দেখে মনে হচ্ছিল, আমরা যেন একে অপরের বিরুদ্ধে ম্যাচ খেলছিল।”
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। পাকিস্তানের বিরুদ্ধে প্রায় হেরে যাওয়া ম্যাচ একার কাঁধে দায়িত্ব নিয়ে জিতিয়েছিলেন বিরাট। চাপের মুখে হ্যারিস রউফকে মেরেছিলেন পরপর দুটি ছক্কা। যা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের ‘হল অফ ফেম’-এ আজীবনের জন্য জায়গা করে নিয়েছে।
[আরও পড়ুন: মহিলা সতীর্থকে ‘রুপান্তরকামী’ বলে অভিযোগ স্বপ্নার! পালটা এশিয়াডে ব্রোঞ্জজয়ী নন্দিনী]
আগামী ১৪ অক্টোবর আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজিত হবে ‘মাদার অফ অল ব্যাটল’। সেখানেও বিরাটের মুখোমুখি হবেন হ্যারিস রউফ। দুই তারকার লড়াই কেমন জমে ওঠে সেটা দেখার অপেক্ষায় রয়েছে ক্রিকেট দুনিয়া।