shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: ‘এরাই নাকি চারশো রান করছিল!’, একশোর কমে মুড়িয়ে দেওয়ার পরে বাভুমাদের কটাক্ষ শামির

শামির মন্তব্য সোশাল মিডিয়াতে ভাইরাল।
Posted: 03:43 PM Nov 06, 2023Updated: 07:14 PM Nov 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে নামার আগে চলতি বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) প্রায় প্রতি ম্যাচেই ঝুড়িঝুড়ি রান করছিল দক্ষিণ আফ্রিকা (South Africa)। তবে ফর্মে থাকা প্রোটিয়া ব্যাটাররা ভারতের বিরুদ্ধে লড়াই করতে পারলেন না। প্রথমে মহম্মদ সিরাজ (Mohammed Siraj)-জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)-মহম্মদ শামির (Mohammed Shami) পেস বোলিং এবং পরে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)-কুলদীপ যাদবের (Kuldeep Yadav) স্পিনের ভেলকিতে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় টেম্বা বাভুমা (Temba Bavuma)-কুইন্টন ডি ককের (Quinton De Kock) দল। ২৪৩ রানের বিশাল ব্যবধানে জেতার পরেই বিপক্ষ দলকে কটাক্ষ করলেন ‘সহেসপুর এক্সপ্রেস।’

Advertisement

বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেলে শামি বলে দেন, ‘প্রতিবার ৪০০ রান পেরিয়ে যাওয়া (দলের) হাল দেখুন।’ স্টুডিয়ো থেকে শামিকে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করে দেন তিনি। যেভাবে দক্ষিণ আফ্রিকার মতো দলকে ভারত ধ্বংস করে দিয়েছে, তা নিয়ে আলোচনা হতে থাকে। আর তারই মধ্যে আসে শামির সেই ‘বিষাক্ত বল’। যেমন ভয়ংকর সিম পজিশন রেখে বল করেন, সেরকমভাবেই ভারতের তারকা পেসার বলেন, ‘প্রতিবার ৪০০ রান পেরিয়ে যাওয়া (দলের) হাল দেখুন।’

[আরও পড়ুন: World Cup 2023: সেমিফাইনালে ফের সাক্ষাৎ ভারত-পাকিস্তানের! কোন অঙ্কে সম্ভব?]

 

এবারের কাপ যুদ্ধে পাঁচটি ম্যাচে প্রথমে ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। পাঁচটি ম্যাচেই ৩০০-র বেশি রান করেছেন প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে পাঁচ উইকেটে ৪২৮ রান করে। অস্ট্রেলিয়ার সাত উইকেটে করেন ৩১১ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেটে ৩৯৯ রান তোলে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার উইকেটে ৩৫৭ রান করে প্রোটিয়ারা। তবে ভারতীয় দলের বোলিং আক্রমণের কাছে নতজানু হয়ে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এর পরেই প্রোটিয়াদের ট্রোল করেন শামি।

বুমরাহ কোনও উইকেট না নিলেও ৫ ওভারে মাত্র ১৪ রান দেন। ডিক কক-কে ফিরিয়ে বিপক্ষকে প্রথম ধাক্কা দেন সিরাজ। এই তরুণ নিয়েছেন ১১ রানে ১ উইকেট। শামি নেন ১৮ রানে ২ উইকেট। এর পর দক্ষিণ আফ্রিকার বাকি ব্যাটারদের বুঝে নেন জাদেজা ও কুলদীপ। জাদেজা ৩৩ রানে ৫ ও কুলদীপ ৭ রানে ২ উইকেট নেন।

[আরও পড়ুন: কোন তিন বিশ্বজয়ী অধিনায়কের তালিকায় নাম লেখাতে পারেন রোহিত?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement