shono
Advertisement

ICC ODI World Cup 2023: যত কাণ্ড পাকিস্তানে, বাবরের গোপন হোয়াটসঅ্যাপ ফাঁস করে দিলেন জাকা আশরাফ!

পাক ক্রিকেটে ব্যাপক ঝামেলা!
Posted: 01:47 PM Oct 30, 2023Updated: 01:51 PM Oct 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাইশ গজে দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। পরপর চার ম্যাচ হেরে চলতি বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) থেকে বিদায়ের মুখে পাকিস্তান (Pakistan)। এরমধ্যে চলে এল অধিনায়ক বাবর আজম (Babar Azam) বনাম পিসিবি (PCB) চেয়ারম্যান জাকা আশরাফের (Zaka Ashraf) ইগো ফাইট নিয়ে নতুন আপডেট। একটি টেলিভিশন অনুষ্ঠানে পাক অধিনায়কের হোয়াটসঅ্যাপ মেসেজ ফাঁস করে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান!

Advertisement

বিশ্বকাপে একের পর এক হারে কোণঠাসা পাকিস্তান ক্রিকেট দল। তাদের পাশে দাঁড়াতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর একটি অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ দাবি করেন, পাঁচ মাস বেতন পাচ্ছেন না বাবররা। এমনকি পিসিবি সভাপতি ক্রিকেটারদের ফোন ধরছেন না, মেসেজের উত্তর দিচ্ছেন না।

[আরও পড়ুন: বাবরের মতো বাটলারকে বোল্ড করার অভিজ্ঞতা কেমন ছিল? অকপটে জানালেন কুলদীপ]

 

এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছিলেন জাকা আশরাফ। তাঁর কাছে ঘটনার সত্যতা জানতে চাওয়া হয়। বাবররা যে দীর্ঘদিন বেতন পাচ্ছেন না সেটা আর গোপন কিছু নয়। তবে বোর্ড সভাপতি বলেছেন, বাকি দাবিটা মিথ্যা। জাকা আশরাফ বলেন, “লতিফ বলেছে, আমি বাবরের ফোন ধরছি না। এটা একেবারে মিথ্যা। বাবর আমাকে একবারের জন্যও ফোন করেনি। বরং চিফ অপরেটিং অফিসার ও ডিরেক্টর অফ ইন্টারন্যাশানাল ক্রিকেটের আধিকারিক অধিনায়কের সঙ্গে কথা বলেছে।”

এর পর নিজের স্বপক্ষে যুক্তি দিতে গিয়ে জাকা আশরাফ একটি হোয়াটসঅ্য়াপ চ্যাট সামনে তুলে ধরেন। সেখানে দেখা যাচ্ছে সলমন ও বাবরের মধ্যে হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। সেখানে বাবরকে দলের চিফ অপরেটিং অফিসার ও ডিরেক্টর অফ ইন্টারন্যাশানাল ক্রিকেটের আধিকারিক জিজ্ঞেস করেছেন, “বাবর সংবাদমাধ্যমে একটা খবর ঘোরাফেরা করছে যে তুমি নাকি জাকা আশরফকে ফোন করে কোনও উত্তর পাচ্ছ না?” এর উত্তরে বাবর লেখেন, “না। আমি ওনাকে কখনও ফোন করিনি। ”

তবে কীসের ভিত্তিতে লতিফ এই অভিযোগ আনলেন? উঠছে প্রশ্ন। তবে অনেকেই চ্যাট ফাঁস করে দেওয়ার জন্য জাকা আশরফের নিন্দে করছেন। এভাবে দু’জন মানুষের মেসেজ ফাঁস করার জন্য আশরফের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মারাত্মক অভিযোগ উঠতে পারে বলে দাবি অনেকের।

[আরও পড়ুন: কবে ম্যাচ খেলতে নামবেন ঋষভ? চলে এল বড় আপডেট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement