shono
Advertisement

Breaking News

ICC ODI World Cup 2023: বিতর্ক বাড়ছে, শাহিনের ফিটনেস ও নিষ্ঠা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ওয়াকার

প্রবল চাপে শাহিন আফ্রিদি।
Posted: 02:36 PM Oct 17, 2023Updated: 02:38 PM Oct 17, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে (India) পা রাখার পর থেকে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু চলতি বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) কাছে লজ্জার হার হজম করার পর থেকে পাকিস্তান (Pakistan) দল একেবারে ব্যাকফুটে চলে গিয়েছে। বাবর আজম (Babar Azam) ও তাঁর সতীর্থদের একের পর এক বাণে বিদ্ধ করছেন সেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা। এবার সেই তালিকায় জুড়ে গেল ওয়াকার ইউনিসের (Waqar Younis) নাম। তিনি শাহিন শাহ আফ্রিদির (Shaheen Shah Afridi) ফিটনেস ও নিষ্ঠা নিয়েই প্রশ্ন তুলে দিলেন।

Advertisement

মাত্র ১৯১ রান চেজ করতে নেমে শুরু থেকেই শাহিনকে পেটাতে শুরু করেন রোহিত শর্মা। ২ উইকেট নিলেও মাত্র ৬ ওভারে ৩৬ রান দিয়েছিলেন বাঁহাতি জোরে বোলার। এমন বোলিং দেখার পর ওয়াকার বলেন, “শাহিনের ফিটনেস সমস্যা আছে। অতীতের মতো ওকে নিষ্ঠার সঙ্গে বোলিং করতে দেখা যাচ্ছে না। সেই কারণেই ওকে চেনা ছন্দে দেখা যাচ্ছে না। ওর বোলিংয়ের মধ্যে কিছু একটা নেই। যে কারণে উইকেট নেওয়ার জন্য ওকে মরিয়া দেখা যাচ্ছে। কোনও বোলার যদি একই জিনিস বার বার করে যায়, তা হলে কিন্তু ব্যাটাররাও কিন্তু তৈরি হয়ে থাকে।”

[আরও পড়ুন: কবে বদলে গিয়েছিল রোহিতের ভাগ্য? জানালেন হিটম্যানের প্রিয় বন্ধু]

এর আগে পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন ওয়াসিম আক্রম। ‘সুলতান অফ সুইং’ স্পষ্ট বলেছিলেন যে, “টিমের ক্রিকেটারদের জন্য কোনও ফিটনেস টেস্টই নেই। আনফিট প্লেয়ারদের নিয়ে সাজানো হয়েছে পাকিস্তানের বিশ্বকাপের দল।” তাঁর সেই মন্তব্য নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে গিয়েছিল। আক্রমের সতীর্থ ওয়াকারও এবার শাহিনের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে দিলেন।

ওয়াকার ফের বলেন, “জশপ্রীত বুমরাহ অফস্টাম্পে বল রেখে চাপ তৈরি করছে। পাকিস্তানের বিরুদ্ধেও চমৎকার বোলিং করেছে। চাপ তৈরি করে উইকেট নিয়েছে। এটাই শাহিন পাচ্ছে না। শাহিন খুবই ভালো বোলার। ও যখন চাপটা তৈরি করে, ব্যাটসম্যান অন্য বোলারদের টার্গেট করে উইকেট দেয়। এটা শাহিন পারছে না বলেই অন্যরাও উইকেট পাচ্ছে না। আমার মনে হয় না নাসিম শাহর মতো বোলার না থাকার জন্য সমস্যা হচ্ছে। সমস্যাটা আসলে সহজ ব্যাপারটা সহজে হচ্ছে না বলেই।”

[আরও পড়ুন: ‘পাকিস্তানের থেকে ভারত অনেক এগিয়ে, বুমরাহ-শাহিনের মধ্যে আকাশ-পাতাল তফাৎ!’, গম্ভীরের বিস্ফোরণ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement