shono
Advertisement

Breaking News

ICC ODI world Cup 2023: ৫৫ রানে অলআউট হয়ে ভারতের কাছে ৩০২ রানে হার! ক্রিকেট বোর্ডকেই ছাঁটাই শ্রীলঙ্কা সরকারের

ডামাডোলের মধ্যে শ্রীলঙ্কা ক্রিকেট।
Posted: 12:29 PM Nov 06, 2023Updated: 12:29 PM Nov 06, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ৫৫ রানে অলআউট হয়ে চলতি বিশ্বকাপে (ICC ODI world Cup 2023) টিম ইন্ডিয়ার (Team India) কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হার। শ্রীলঙ্কার (Sri Lanka) এমন লজ্জার হারের পরই দ্বীপরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। সেই দেশের ক্রীড়ামন্ত্রী রোশন ফার্নান্দো (Roshan Fernando) দেশজ ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যদের পদত্যাগ করার নিদান দিয়েছিলেন। আর ঠিক সেটাই হল।

Advertisement

আর কয়েক ঘন্টা পর দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবেন কুশল মেন্ডিসরা (Kushal Mendis)। এর আগে সেই দেশের পুরো ক্রিকেট বোর্ডকেই ছাঁটাই করে দেওয়া হল। রোশন ফার্নান্দোর বার্তার পরেও বোর্ডের এক কর্তা মোহন ডি’সিলভা পদত্যাগ করেছিলেন। কিন্তু বাকিরা কোনও পদক্ষেপ করেননি। তাই এবার পুরো ক্রিকেট বোর্ডকেই ছাঁটাই করার সিদ্ধান্ত নিলেন ক্রীড়ামন্ত্রী।

রোশন ফার্নান্দো বলেছেন, “শ্রীলঙ্কার ক্রিকেট আধিকারিকদের পদ ধরে রাখার কোনও নৈতিক অধিকারই নেই। ওদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত ছিল। সেই রাস্তায় ওরা হাঁটেনি। তাই এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া হল।” তিনি আরও যোগ করেছেন, “ওরা দুর্নীতি ছাড়া কিছু বোঝে না। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। শ্রীলঙ্কাবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত ওদের।”

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সেরা ফিল্ডার কে? নাম জানলে চমকে উঠবেন!]

বিশ্বকাপের আগে থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। তার পরেও বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই কমিটিকে দায়িত্বে রেখে দেওয়া হয়। কিন্তু বিশ্বকাপে দলের এই খেলা মেনে নিতে পারেননি ক্রীড়ামন্ত্রী। তাই কড়া পদক্ষেপ নিলেন তিনি বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে (Arjuna Ranatunga) আপাতত বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেছেন ক্রীড়ামন্ত্রী। নতুন সাত সদস্যের যে কমিটি তৈরি করা হয়েছে সেখানে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন।

বেশ বোঝা যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা বেশ চাপে রয়েছেন। এমন প্রেক্ষাপটে বাংলাদেশকে হারিয়ে কি শ্রীলঙ্কা আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে মরিয়া শ্রীলঙ্কা।

[আরও পড়ুন: সম্পর্কে অবনতি ঘটলেও কোহলির ‘বিরাট’ কীর্তিকে কুর্নিশ ‘মাস্টারমশাই’ কুম্বলের!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement