সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেটের মধ্যেও এবার ঢুকে পড়ল রাজনীতি। ‘রং’ লাগানোর অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিশ্বকাপে কেন টিম ইন্ডিয়াকে গেরুয়া জার্সি পরতে হবে? এমন প্রশ্ন তুলেই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তোপ দাগলেন সমাজবাদী পার্টির নেতা আবু আজমি।
চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত বিরাট কোহলিদের নীল জার্সি গায়েই দেখা গিয়েছে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁরা পরবেন কমলা রঙের জার্সি। কেন? কারণ প্রায় একই রঙের জার্সি ইংল্যান্ডের। হোম টিমের অ্যাডভান্টেজ পাবেন মর্গ্যানরা। ১৯৯২ বিশ্বকাপে যে জার্সি পরে ইংল্যান্ড খেলেছিল, তেমনই দেখতে তাদের এবারের জার্সি। দুই দলকে যাতে সহজেই আলাদা করা যায়, সেই জন্যই অন্য রঙের জার্সি গায়ে চাপাতে হবে ধোনি-কোহলিদের। তবে পুরো গেরুয়া নয়। জার্সির সামনেটা গাঢ় নীল। স্লিভস এবং পিছনের দিকটা কমলা রংয়ের। ইতিমধ্যেই নতুন জার্সির লুকও ফাঁস হয়ে গিয়েছে। আর তারপরই এতে লেগেছে রাজনীতির রং। বিধায়ক আবু আজমির দাবি, মোদি গোটা দেশকে গেরুয়া রঙে মুড়ে দিতে চাইছেন। আর সেই কারণেই বিশ্বকাপে ভারতের জার্সির রং বদল হচ্ছে।
[আরও পড়ুন: চলতি বিশ্বকাপে নিজের প্রথম শতরান পেতে এই কাজগুলিই করছেন কোহলি]
আজমির মন্তব্যের পালটা দিয়ে শিব সেনা নেতা গুলাব রাও পাটিল বলেন, ভারতীয় দলের জার্সি নিয়ে অকারণ রাজনীতি করা হচ্ছে। বিরোধীদের আসলে কোনও কাজ নেই। সেই জন্যই রং নিয়ে রাজনীতি করছে। তিনি এও মনে করিয়ে দিয়েছেন, জাতীয় পতাকাতেও গেরুয়া রং আছে। তাহলে কি বিরোধীরা সেই রংও বদলে ফেলার দাবি তুলবেন? গুলাব রাও পাটিলের কথায়, “সরকার কাউকে সবুজ রং পরতে নিষেধ করেনি। তাহলে কেন রং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে?”
এদিকে, আইসিসির তরফে জানানো হয়েছে, বিসিসিআইকে জার্সির জন্য কয়েকটি রঙের অপশন দেওয়া হয়েছিল। তারাই এই রংটি বেছে নিয়েছে। ইংল্যান্ড ম্যাচে যাতে ভারতীয় দলকে আলাদা করে চিহ্নিত করা যায়, সেই কারণেই জার্সি বদলের সিদ্ধান্ত। উল্লেখ্য, অতীতেও ভারতের টি-টোয়েন্টি জার্সি অনেকটা এমনই ছিল। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোলিং কোচ ভরত অরুণ বলেন, জার্সির রঙের বিষয়ে তাঁরা কিছুই জানেন না। গোটা দলের এখন একটাই ফোকাস। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে শেষ চারে ওঠার দিকে আরও একধাপ এগোনো।
[আরও পড়ুন: বাবার মৃত্যুতেও অবিচল! দেশের হয়ে খেলা চালিয়ে গেলেন মিজো তারকা]
The post মোদির জন্যই গেরুয়া হচ্ছে কোহলিদের জার্সি, ভারতের ‘রংবদল’ নিয়ে সরব বিরোধীরা appeared first on Sangbad Pratidin.