সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মধ্যে ফের বয়কট গ্যাংয়ের দাপাদাপি। সোজা ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি তুলে দিলেন নেটিজেনদের একাংশ। কারণ, মাসখানেক আগে অনন্তনাগে জঙ্গিদের গুলিতে সেনা জওয়ানদের মৃত্যু। সেই ঘটনা নতুন করে তুলে ধরে নেটিজেনদের একাংশ বলা শুরু করেছে, শত্রু দেশের সঙ্গে কোনও খেলাধুলো নয়। বিশ্বকাপ (ICC Cricket World Cup) কখনওই সেনা জওয়ানদের থেকে বড় হতে পারে না।
বুধবার আহমেদাবাদে পৌঁছেছে পাক দল। সেখানে বাবর আজম, রিজওয়ানদের জন্য রাজকীয় অভ্যর্থনার আয়োজন করা হয়। গুজরাটি লোকসংগীতের সঙ্গে শিল্পীদের নাচ, এবং তাঁর মধ্য দিয়ে বাবর আজমরা (Babar Azam) হোটেলে প্রবেশ করছেন। তেমন একটি ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের বক্তব্য, যে দেশের জঙ্গিরা ভারতে ঢুকে আমাদের সেনা জওয়ানদের খুন করছে, সেই দেশের ক্রিকেটারদের এত অভ্যর্থনা কীসের।
[আরও পড়ুন: এ কোন অস্ট্রেলিয়া! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মুখ থুবড়ে পড়লেন স্মিথরা]
কারও কারও আবার বক্তব্য, শত্রু দেশের সঙ্গে কোনওরকম খেলাধুলোয় মেনে নেওয়া যায় না। যেভাবে পাক ক্রিকেটারদের নিয়ে ভারতীয় বোর্ড (BCCI) ‘আদিখ্যেতা’ করছে, সেটাও মেনে নেওয়া যায় না বলে মত নেটিজেনদের।
[আরও পড়ুন: ‘আফ্রিদি আটকে গেলে কী হবে?’ ভারত ম্যাচের আগে বোলিং নিয়ে চিন্তায় প্রাক্তন পাক তারকা]
উল্লেখ্য, দু দেশের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ এমনিতেই বন্ধ। আইসিসি (ICC) বা বহুদেশীয় টুর্নামেন্টেই একমাত্র দু দেশের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। কিন্তু এবারের বিশ্বকাপেও পাক ক্রিকেটারদের ভারতে আসা নিয়ে একটা সময় রীতিমতো সংশয় ছিল। সেসব সংশয় কাটিয়ে বাবররা ভারতে এসেছেন বিশ্বকাপ খেলতে। সব ঠিক থাকলে শনিবার আহমেদাবাদে ভারত-পাক মহারণ হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচও বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা।