shono
Advertisement

ICC World Cup 2023: ম্যাথিউজের আউট বিতর্কের মাঝেই স্বস্তিতে শ্রীলঙ্কার বোর্ড কর্তারা, ফিরলেন ক্ষমতায়

আদালতের নির্দেশে কামব্যাক বোর্ড কর্তাদের।
Posted: 04:19 PM Nov 07, 2023Updated: 05:09 PM Nov 07, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাঁটাই হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ফের ক্ষমতায় ফিরল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। সেদেশের আদালত জানিয়ে দিয়েছে, আপাতত দুসপ্তাহের জন্য বোর্ডের দায়িত্ব থাকবে বরখাস্ত হওয়া আধিকারিকদের হাতেই। তার পর এই মামলা নিয়ে শুনানি হবে আদালতে। ততদিন পর্যন্ত বোর্ডের সমস্ত কাজকর্ম পরিচালনা করবেন প্রাক্তন কর্তারাই। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে লজ্জাজনক হারের পর ক্রিকেট বোর্ডের সমস্ত কর্তাকে বরখাস্ত করে দিয়েছিলেন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী রোশন রণসিংঘে।

Advertisement

জানা গিয়েছে, ক্রীড়ামন্ত্রীর নির্দেশের বিরোধিতা করে আদালতের দ্বারস্থ হন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। তাঁর আবেদনের ফলেই ক্রীড়ামন্ত্রীর সিদ্ধান্তে স্থগিতাদেশ দেয় শ্রীলঙ্কার কোর্ট অফ অ্যাপিল। জানিয়ে দেওয়া, ক্রীড়ামন্ত্রীর তৈরি করা কমিটি এখনই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্ব সামলাবে না। পুরনো কর্তাদের হাতেই বোর্ড পরিচালনার ভার দিয়েছে আদালত। আপাতত ১৪ দিনের জন্য এই নির্দেশ কার্যকর থাকবে। তার পর আবেদনের ভিত্তিতে শুনানি শুরু হবে।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি থেকে গরু পাচার, তদন্তের মাঝেই CBI-এর কলকাতা শাখায় বড় রদবদল]

প্রসঙ্গত, মাত্র ৫৫ রানে অলআউট হয়ে চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারতের (Team India) কাছে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারে শ্রীলঙ্কা (Sri Lanka)। এমন লজ্জার হারের পরই দ্বীপরাষ্ট্র জুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। দেশের ক্রীড়ামন্ত্রী দেশজ ক্রিকেট বোর্ডের সমস্ত সদস্যদের পদত্যাগ করার নিদান দিয়েছিলেন। তার পরে নিজেই বোর্ড সদস্যদের ছাঁটাই করে দেন।

বিশ্বকাপের আগে থেকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির একের পর এক অভিযোগ উঠেছিল। তার পরেও বিশ্বকাপের কথা মাথায় রেখে সেই কমিটিকে দায়িত্বে রেখে দেওয়া হয়। কিন্তু ভারতের বিরুদ্ধে হারের পর ক্ষুব্ধ হিন ক্রীড়ামন্ত্রী। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুন রনতুঙ্গাকে (Arjuna Ranatunga) বোর্ডের অন্তর্বর্তী কমিটির চেয়ারম্যান করেন ক্রীড়ামন্ত্রী। নতুন সাত সদস্যের কমিটি তৈরি করা হয়। সেখানে দেশের সুপ্রিম কোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতি ও এক প্রাক্তন বোর্ড সভাপতিও রয়েছেন। তবে আপাতত কোনও কাজ করতে পারবে না এই কমিটি।

[আরও পড়ুন: রেশন দুর্নীতি কাণ্ড: তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার ইডির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement