সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারিবারিক কারণে দেশে ফিরে যাচ্ছেন ইংল্যান্ডের লেগস্পিনার রেহান আহমেদ (Rehan Ahmed)। সিরিজের বাকি টেস্টের জন্য আর ভারতে ফিরবেন না তিনি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের থেকে এই বার্তা জানানো হয়েছে। রেহানের পরিবর্ত হিসেবে অন্য কোনও ক্রিকেটারকেও নিচ্ছে না ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে (IND vs ENG) খেলেছিলেন রেহান। ১১টি উইকেট সংগ্রহ করেন তিনি। বিশাখাপত্তনমে ৬টি উইকেট নেন রেহান। রাঁচিতে অনুষ্ঠিত চতুর্থ টেস্টে ইংল্যান্ডের প্রথম একাদশে রাখাই হয়নি রেহানকে। চতুর্থ টেস্ট ম্যাচের আগে অবশ্য ইংল্যান্ডের সঙ্গে অনুশীলন করতে দেখা গিয়েছিল রেহানকে। তাঁর পরিবর্তে রাঁচি টেস্টে অফস্পিনার শোয়েব বশিরকে দলে নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: আত্মহত্যার আগে মেসেজ মডেল বান্ধবীর, পুলিশের নজর পড়তেই উধাও অভিযুক্ত ক্রিকেটার!]
উল্লেখ্য, রেহান আহমেদের অভিষেক ঘটেছিল গতবছরের পাকিস্তান সিরিজে। এখনও পর্যন্ত ইংল্যান্ডের হয়ে রেহান খেলেছেন চারটি টেস্ট ম্যাচ। সংযুক্ত আরব আমিরশাহি থেকে ভারতে আসার আগে ভিসা সমস্যায় পড়তে হয়েছিল রেহান আহমেদকে। কিন্তু সেই সমস্যা কাটিয়ে তৃতীয় টেস্ট ম্যাচে নেমে পড়েন তিনি। এবার সিরিজের মাঝপথেই দেশে ফিরে যেতে হল রেহানকে।