shono
Advertisement

IND vs SA: মার্করামের শতরানের পরেও ছয় উইকেট নিয়ে বুমরাহর দাপট, জয়ের পথে ভারত

টেস্ট সিরিজে সমতা ফেরানোর অপেক্ষায় টিম ইন্ডিয়া।
Posted: 03:49 PM Jan 04, 2024Updated: 04:28 PM Jan 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে তাদের দেশে বরাবরই ভালো পারফরম্যান্স করেন জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah) কাছে। কেপটাউন আরও বিশেষ তাঁর কাছে। ২০১৮ সালের জানুয়ারিতে কেপটাউনেই টেস্ট অভিষেক হয়েছিল বুমরাহর। তাঁর প্রথম শিকার ছিলেন প্রোটিয়া তারকা এবি ডে ভিলিয়ার্স। সেবার দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১টি এবং দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নিয়েছিলেন বুমরাহ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ইনিংসে মহম্মদ সিরাজের আগুনে বোলিং দেখা গিয়েছিল। তিনি নিয়েছিলেন ৬ উইকেট। আর এবার প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসে অনবদ্য পারফর্ম করলেন বুমরাহ। নিলেন ৬১ রানে ৬ উইকেট টিম ইন্ডিয়ার (Team India) তারকা পেসার।

Advertisement

কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে বুমরাহ ৮ ওভার হাত ঘুরিয়ে তুলে নিয়েছিলেন ২টি উইকেট। আজ, বৃহস্পতিবার কেপটাউন টেস্টে প্রথম সেশনে ৪টি উইকেট তুলে নিতেই বুমরাহর ফাইফার পূর্ণ হয়। কারণ এই টেস্টের প্রথম দিন তিনি ত্রিস্টান স্টাবসের উইকেট তুলে নিয়েছিলেন। আজ এক এক করে তিনি তুলে নেন ডেভিড বেডিংহ্যাম (১১), কাইল ভারানে (৯), মার্কো জ্যানসেন (১১) ও কেশব মহারাজের (৩) উইকেট।

[আরও পড়ুন: বিশ্বকাপ হারের হতাশা কাটিয়ে বাইশ গজে লড়াকু বিরাট, কুর্নিশ প্রাক্তন তারকার]

প্রোটিয়াদের মাটিতে এই নিয়ে তৃতীয় বার ৫ উইকেট নিয়ে বুমরাহ ভারতের প্রাক্তন ক্রিকেটার জাভাগাল শ্রীনাথের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। ভারতীয় বোলার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে শ্রীনাথেরও ৩ বার ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। কেরিয়ারের ৩২তম টেস্ট ম্যাচ খেলছেন বুমরাহ। তাঁর ঝুলি ভরেছে টেস্টে ১৩৯টি উইকেটে। এই নিয়ে ন’বার টেস্টে ফাইফার নিলেন বুমরাহ। প্রথম সেশনেই গুটিয়ে গেল প্রোটিয়ারা।

কেপটাউন টেস্টের প্রথম দিনের শেষে এইডেন মার্করাম ছিলেন ৩৬ রানে। দ্বিতীয় দিন ভারতের পেস বোলারদের বিরুদ্ধে একা লড়াও করে তিনি শতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত থামলেন ১০৬ রানে। যদিও বুমরাহ ও মুকেশ কুমারের দাপটে শেষ অবধি ১৭৬ রানে থামে দক্ষিণ আফ্রিকা।কেপটাউন টেস্ট জিততে হলে রোহিতের ভারতকে তুলতে হবে ৭৯ রান।

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে ১৫ রানে ৬ উইকেট! আগুনে বোলিংয়ের পরেও পিচ নিয়ে কেন এমন মন্তব্য সিরাজের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement