shono
Advertisement

আইরিশদের বিরুদ্ধে হোয়াইট ওয়াশের লক্ষ্যে ভারত, বুমরাহের দলে বদলের ইঙ্গিত

এশিয়া কাপের আগে বুমরাহর ফর্ম স্বস্তি দিচ্ছে ভারতকে।
Posted: 02:36 PM Aug 23, 2023Updated: 02:36 PM Aug 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিরিজের (India vs Ireland) শেষ টি-টোয়েন্টি ম্যাচ এখনও বাকি। তা সত্ত্বেও কোথাও যেন ভারতীয় দলের ড্রেসিংরুমে ঢুকে পড়েছে এশিয়া কাপের (Asia Cup) হাওয়া। তিলক বর্মা (Tilak Varma) যেমন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ২০ বছরের বাঁ-হাতি ব্যাটারের। তারপর আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টি-টোয়েন্টিতেও জশপ্রীত বুমরাহর টিমে ‘অটোমেটিক চয়েস’ হিসাবে দেখা গিয়েছে তিলককে।

Advertisement

কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে ভারতীয় দলে (Team India) জায়গা করে নেওয়া? সেটাও এশিয়া কাপের মতো গুরুত্বপূর্ণ আসরে। এমন প্রাপ্তি-যোগ তাঁর কাছে অপ্রত্যাশিত বলে জানিয়েছেন তিলক। বলেছেন, “ওয়ান ডে-তে ভারতের হয়ে খেলাটা আমার স্বপ্ন। আশা করেছিলাম, এই বছরেই সেই সুযোগটা পাব। তবে কখনও কল্পনা করিনি যে সরাসরি এশিয়া কাপে সুযোগ মিলবে। টি-টোয়েন্টিতে অভিষেকের একমাসের মধ্যে ওয়ান ডে-তে ডাক পেলাম। ওডিআইতেও ভাল পারফরম্যান্সের ব্যাপারে আমি আশাবাদী।” 

[আরও পড়ুন: অসুস্থ কার্লসেন, দাবা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সুবিধা পাবেন ভারতের প্রজ্ঞানন্দ?]

এশিয়া কাপের ভাবনার মধ্যেই বুধবার আয়ারল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশের লক্ষ্যে নামছে ‘টিম ইন্ডিয়া’। দীর্ঘ চোটসমস্যা কাটিয়ে প্রত্যাবর্তনে বল হাতে নজর কেড়েছেন বুমরাহ। যা এশিয়া কাপের আগে স্বস্তিদায়ক ভারতীয় শিবিরের কাছে। তবে এশিয়ান গেমসের কথা ভেবে রিজার্ভ বেঞ্চকে পরখের পথে হাঁটতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ডাবলিনে তৃতীয় টি-টোয়েন্টিতে ‘প্লেয়িং-টাইম’ মিলতে পারে আবেশ খান, শাহবাজ আহমেদ, জিতেশ শর্মাদের। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়? 

[আরও পড়ুন: আবাহনীকে মাটি ধরিয়ে এএফসি কাপের গ্রুপে পর্বে মোহনবাগান, সবুজ-মেরুনের সঙ্গে রয়েছে কারা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement