shono
Advertisement

Breaking News

এশীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে নজির ভারতের, কুয়েতকে হারিয়ে সোনা সৌরভদের

ব্রোঞ্জ পেল ভারতের মহিলা দল।
Posted: 05:47 PM Nov 04, 2022Updated: 05:47 PM Nov 04, 2022

বাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়ান স্কোয়াশ (Asian Squash Championship) টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত (India)। ফাইনালে ভারতীয় দল ২-০ হারাল কুয়েতকে। প্রথমবার এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা এল ভারতে। ভারতীয় দলকে নেতৃত্ব দেন সৌরভ ঘোষাল (Saurav Ghoshal)।

Advertisement

রমিত ট্যান্ডন কুয়েতের আলি আরামেজিকে ১১-৫, ১১-৭, ১১-৪-এ হারিয়ে শুরুটা ভাল করেন। পরে সৌরভ ঘোষাল আম্মার আল্টামিমিকে ১১-৯,১১-২,১১-৩-এ হারান। ফলে ভারত ২-০ হারায় কুয়েতকে।
তৃতীয় ম্যাচটা অবশ্য আর খেলা হয়নি অভয় সিং ও ফালাহ মহম্মদের মধ্যে। কারণ রমিত ট্যান্ডন ও সৌরভ ঘোষাল ম্যাচ জিতে যাওয়ার ফলে ফয়সলা আগেই হয়ে গিয়েছিল। তাই আর খেলতে নামতে হয়নি অভয় সিংকে।  

[আরও পড়ুন: Imran Khan: গুলি বের করতে একাধিক অস্ত্রোপচার, কেমন আছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান?]

 

আগের দু’ বার রুপো জিতেছিল ভারত। এবার ভারতীয় দল একনম্বর বাছাই ছিল। দাপট দেখিয়ে সোনা জিতে নিল ভারতীয় দল।

পুল এ-তে সবক’টি ম্যাচই জিতেছিল ভারতীয় দল। কাতার, পাকিস্তান, কুয়েত, দক্ষিণ কোরিয়া ও চাইনিজ তাইপেকে হারায় ভারত। সেমিফাইনালে মালয়েশিয়াকে ১-২ হারায় ভারত।

ভারতের পুরুষ দল সোনা জিতলেও মহিলা দলকে কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েই সন্তষ্ট থাকতে হল। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ২-১ হেরে যায় ভারতীয় দল। 

 

পুল বি-তে ছিল ভারতের মহিলা দল। দুটো জয় ও একটি ম্যাচে হেরে পুলে দ্বিতীয় হয় ভারত। ইরান ও সিঙ্গাপুরকে ৩-০ হারানোর পরে হং কংয়ের কাছে ০-৩ হার মানে ভারতের মহিলা দল।

[আরও পড়ুন: ভারতকে সেমিফাইনালে তুলতে মরিয়া ICC! বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিস্ফোরক আফ্রিদি]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement