shono
Advertisement

আয়ারল্যান্ডকে দুরমুশ করে জয় দিয়েই সফর শুরু ভারতের

জীবনের সেরা বোলিং করে কী বললেন কুলদীপ, দেখুন ভিডিও। The post আয়ারল্যান্ডকে দুরমুশ করে জয় দিয়েই সফর শুরু ভারতের appeared first on Sangbad Pratidin.
Posted: 09:15 AM Jun 28, 2018Updated: 09:45 AM Jun 28, 2018

দেবাশিস সেন: প্রতিপক্ষ তুলনায় দুর্বল। তার উপর এই ম্যাচ যেন অনেকটা ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি। সুযোগটা কাজে লাগতে ভুল করলেন না রোহিত-শিখররা। জয় দিয়েই সফর শুরু হল ভারতের।

Advertisement

[  নেইমার নির্ভরতা নয়, টিম ব্রাজিলের বাজিমাতেই পাকা নক-আউটের টিকিট ]

জয় অবশ্য প্রত্যাশিতই ছিল। আইরিশরা সেরকম কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। বরং ভারতের সামনাসামনি পড়ে বহু ভুল করে ফেলেছেন। যার পুরোপুরি ফায়দা নিয়েছে ভারতীয় টিম। টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় আয়ারল্যান্ড। আর রোহিত আর শিখর শুরু থেকেই মারমার কাট-কাট ব্যাটিং করে গেলেন। শিখররা রীতিমতো ছেলেখেলা করলেন আয়ারল্যান্ড বোলিং নিয়ে। রোহিতও ইচ্ছেমতো শট খেললেন। ক্যাচও পড়ল। শিখর ৪৫ বলে করেন ৭৪। আর রোহিত ৬১ বলে ৯৭। ওপেনিং জুটিতেই উঠল ১৬০ রান। বিরাট অবশ্য এই ম্যাচে ব্যাট করতে নামেননি। শেষমেশ ভারত করল ৫ উইকেটে ২০৮ রান। বাকি কাজটা করে দিলেন কুলদীপ আর চাহাল। কুলদীপের ঝুলিতে এল চার উইকেট, চাহালের ঝুলিতে তিন। ৭৬ রানে জয় ছিনিয়ে নেয় কোহলি অ্যান্ড কোং। সব মিলিয়ে ইংল্যান্ড সিরিজের প্রস্তুটি যে কোহলিদের বালই হল তা বলা যায়। তবে যেহেতু প্রতিপক্ষ বেশ দুর্বল তাই আরও উন্নতির দিকে তাকিয়ে থাকবেন অধিনায়ক কোহলি।

খেলা শেষে কুলদীপ জানান, দেশের জন্য যেমন, তেমন তাঁর নিজের জন্যও সফর বেশ ভালই শুরু হল।কুলদীপ বলছেন, তিনি অ্যাটাকিং বোলার। রান আটকানোর থেকে দলকে উইকেট তুলে এনে দিতে ভালবাসেন। কখনও তাঁর মনে হয়, রান আটকাতে গিয়ে হয়তো এমনটা হল যে, রানও দিয়ে ফেললেন আবার উইকেটও এল না। তাই সে পথে না হেঁটে উইকেট তোলার পথেই হাঁটেন তিনি। এদিন তাই যেভাবে বলে বৈচিত্র আনতে পেরেছেন তাতে খুশি কুলদীপ।

 

The post আয়ারল্যান্ডকে দুরমুশ করে জয় দিয়েই সফর শুরু ভারতের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার