shono
Advertisement

ধোনির শহরে ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বৈরথ, সিরিজে বেঁচে থাকার লড়াই শিখরদের

হাড্ডাহাড্ডি লড়াই করেও প্রথম ম্যাচে হেরে গিয়েছিল ভারত।
Posted: 11:19 AM Oct 09, 2022Updated: 11:19 AM Oct 09, 2022

স্টাফ রিপোর্টার: চব্বিশ ঘণ্টা আগে মহেন্দ্র সিং ধোনির শহরে চলে এসেছে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল। রবিবার সিরিজে (India vs South Africa) সমতার ফেরানোর লক্ষ্যে নামছেন শিখররা। এই ম‌্যাচে জিততে না পারলে সিরিজ জয়ের যাবতীয় আশা শেষ হয়ে যাবে। লখনউয়ে প্রথম ওয়ানডেতে ভারতীয় টপ অর্ডার রান পায়নি। শ্রেয়স আইয়ার হাফসেঞ্চুরি করেছিলেন। আর সঞ্জু স‌্যামসন শেষপর্যন্ত লড়াই করে যান। তবে শেষমেশ টিমকে জেতাতে না পারার জন‌্য কিছুটা আফসোস রয়েই গিয়েছে সঞ্জুর। ধোনির শহরে তা পুষিয়ে দিতে চান।

Advertisement

দীপক চাহারকে এই সিরিজে পাওয়া যাবে না। প্রথম ম‌্যাচের আগে প্র্যাকটিসে পা মচকে গিয়েছিল চাহারের। গোটা সিরিজের বাইরে চলে গিয়েছেন ভারতীয় পেসার। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) নিয়ে আসা হয়েছে। ওয়াশিংটনও দীর্ঘদিন চোট-আঘাত সমস‌্যায় ভুগছিলেন। সে’সব কাটিয়ে মাঠে ফিরছেন ওয়াশিংটন। ফলে তাঁর দিকে যে বাড়তি নজর থাকবে, সেটা বলে দেওয়াই যায়। এদিকে, অনেকেই বলাবলি করছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যে টিমটা ওয়ান ডে খেলছে, তা আদতে ভারতীয় এ দল। দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার কেশব মহারাজ পরিষ্কার করে জানিয়ে দেন, ভারতের দ্বিতীয় সারির দলের বিরুদ্ধে তারা খেলছেন, সেটা তিনি একদমই মানেন না।

[আরও পড়ুন: রবিবারই আইএসএল অভিযান শুরু মোহনবাগানের, প্রথম থেকেই নামতে পারেন দিমিত্রি]

এই সিরিজের মূল আকর্ষণ ছিল দীপক চাহারের (Deepak Chahar) পারফরম্যান্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জশপ্রীত বুমরাহের পরিবর্ত হিসাবে কাকে নেওয়া হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, দৌড়ে এগিয়ে রয়েছেন মহম্মদ শামি ও দীপক চাহার। সদ্য করোনামুক্ত শামি বহুদিন ম্যাচ খেলেননি। অন্যদিকে চাহার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বেশ ভাল বল করেছিলেন। কিন্তু সিরিজ শুরুর আগেই চোট পেয়ে ছিটকে যাওয়ায় ভারতের কপালে চিন্তার ভাঁজ।

যদিও বোর্ড সূত্রের খবর, বিশ্বকাপের দলে বুমরাহর পরিবর্ত হওয়ার লড়াইয়ে চাহারের থেকে এগিয়ে রয়েছেন মহম্মদ শামিই (Mohammad Shami)। কারণ বোর্ড কর্তারা মনে করছেন, প্রতিভার নিরিখে বুমরাহর ধারেকাছে যদি কেউ এসে থাকেন, তাহলে তিনি শামিই। যদিও তিনি এখনও এনসিএ (NCA) থেকে ফিট সার্টিফিকেট পাননি। ফিট প্রমাণিত হলে আগামী সপ্তাহেই দলে যোগ দিতে পারেন শামি। এদিকে বিশ্বকাপের আগে দুই বাঁ-হাতি পেসার মুকেশ চৌধুরী আর চেতন সাকারিয়াকে নেট বোলার হিসাবে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হয়েছে বলে খবর বোর্ড সূত্রে।

[আরও পড়ুন:ভরা গ্যালারিতে আংটি হাতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, সপাটে চড় খেলেন যুবক! দেখুন ভিডিও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement