shono
Advertisement

FIFA Ranking: দেশ বনাম ক্লাবের লড়াইয়ের খেসারত, ফিফা র‍্যাঙ্কিংয়ে ১০০-তে নেই ভারত

১০০-র বাইরে ভারত।
Posted: 08:56 PM Sep 21, 2023Updated: 08:56 PM Sep 21, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ বনাম ক্লাব। কে বেশি প্রাধান্য পাবে? সেটা নিয়ে এই তোলপাড় ভারতীয় ফুটবল (Indian Football)। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) সেই বিতর্ক ফের একবার সামনে চলে এল। প্রতিযোগিতার প্রথম ম্যাচে চিনের (Chaina) বিরুদ্ধে ৫-১ গোলে হেরে যায় ভারতীয় ফুটবল দল। তবুও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর সুনীল ছেত্রীর (Sunil Chhetri) পেনাল্টির সৌজন্যে বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে জয় পেলেও, ফিফা র‍্যাঙ্কিংয়ে (FIFA Ranking) ১০০-র বাইরে চলে গেল ইগর স্টিমাচের (Igor Stimac) দল।

Advertisement

এর আগে ফিফা ক্রমতালিকায় ভারত ছিল ৯৯তম স্থানে। তাদের পয়েন্ট ছিল ১২০৮.৬৯। পয়েন্ট বাড়ায় ১০০-র মধ্যে ঢুকে পড়েছিলেন সন্দেশ জিঙ্ঘান-রহিম আলিরা। তবে এবার ভারত চলে গেল ১০২ নম্বরে। দলের পয়েন্ট ১২০৪.৮৮। এশিয়ান গেমসের প্রথম ম্যাচে চিনের কাছে ১-৫ গোলে হারের জন্যই ভারতের পয়েন্ট কমে গেল।

[আরও পড়ুন: পাঞ্জাবের সহকারী কোচ হলেন প্রথম বাঙালি হিসেবে এফসি প্রো লাইসেন্স করা শঙ্কর লাল]

আইএসএল-এর জন্য অধিকাংশ দল ফুটবলার ছাড়েনি। যার জেরে এশিয়ান গেমসে যে ভারতীয় দল খেলতে গিয়েছে, সেটা মূল দলের তুলনায় অনেকটাই দুর্বল। সেই দুর্বলতা প্রকাশ পেয়েছিল চিনের বিরুদ্ধে প্রথম ম্যাচে। বাংলাদেশ ম্যাচেও যে ভারত খুব স্বচ্ছন্দভাবে জিতল তেমনটা নয়। এদিন বাংলার টাইগার্সদের হারাতেও বেশ বেগ পেতে হল টিম ইন্ডিয়াকে।

[আরও পড়ুন: ‘দেশের হয়ে গোল করার অনুভূতি অন্যরকমের’, বাংলাদেশকে হারিয়ে বলছেন সুনীল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement