সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওয় সোনার লাফ দিয়েছিলেন থাঙ্গাভেলু৷ এবার জ্যাভলিন থ্রোয়ে দেশকে সোনার সম্মান এনে দিলেন আরও এক ভারতীয় অ্যাথলিট৷ জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝরিয়ার হাত ধরে প্যারালিম্পিকে সাফল্যের ধারা জারি রাখল ভারত৷
Advertisement
এই মুহূর্তে বিশ্বে জ্যাভলিন থ্রোয়ারদের মধ্যে তিনি আছেন তিন নম্বরে৷ এর আগে পেয়েছেন অর্জুন অ্যাওয়ার্ড৷ প্রথম প্যারালিম্পিয়ান হিসেবে পেয়েছেন পদ্মশ্রীও৷ দেশ তাঁকে যে সম্মান দিয়েছে, তিনিও যেন তা ফিরিয়ে দিলেন সমস্ত দেশবাসীকে৷ রিও-র মাটিতে তাঁর দৌলতে আরও একবার উড়ল দেশের তেরঙ্গা৷
