shono
Advertisement

সুপার কাপের আগে কীভাবে ফুটবলারদের উদ্বুদ্ধ করছেন হাবাস?

এবার মোহনবাগানে এসে সাফল্য পাবেন হাবাস?
Posted: 12:29 PM Jan 06, 2024Updated: 12:41 PM Jan 06, 2024

স্টাফ রিপোর্টার: ভিসা সমস্যা কাটিয়ে দ্রুত আন্তোনিও লোপেজ হাবাসকে (Antonio Lopez Habas) ভারতে উড়িয়ে নিয়ে আসতে চাইছেন মোহনবাগান (Mohun Bagan) কর্তারা। সুপার কাপের (Kalinga Super Cup) প্রথম ম্যাচে নামতে আর খুব বেশি দিন বাকি নেই। মঙ্গলবার, ৯ ডিসেম্বর তাদের প্রথম প্রতিপক্ষ আই লিগের শ্রীনিধি ডেকান। হাবাস যতদিন না পর্যন্ত ভারতে পা রাখছেন ততদিন পর্যন্ত জেসন কামিংসদের কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। এমন পরিস্থিতিতে যদিও সহকারী কোচের সঙ্গে ফোনে কথা হয়েছে হাবাসের। তাঁর দেওয়া নির্দেশ মতোই আপাতত ঘরের মাঠে হুগো বুমোস, দিমিত্রি পেত্রোতাসদের অনুশীলন করাচ্ছেন ক্লিফোর্ড।

Advertisement

এদিকে ক্লোজডোর অনুশীলন করল মোহনবাগান। তবে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও আনোয়ার আলি অনুশীলনে ছিলেন না। সব ঠিক থাকলে শনিবার, ৬ ডিসেম্বর এই ডিফেন্ডারকে অনুশীলনে দেখা যাবে। জানা গিয়েছে, তিনি কলকাতায় এলেও সুপার কাপে যাবেন না। কলকাতাতেই রিহ্যাব করবেন।

[আরও পড়ুন: এমনটাও সম্ভব! মুম্বইয়ের বিরুদ্ধে রনজি খেলতে বিহারের দুই দল! লেগে গেল হাতাহাতি]

এএফসি এশিয়ান কাপের জন্য জাতীয় দলে সাত ফুটবলার ডেকে নেওয়ার ছাড়াও একাধিক ফুটবলারের চোট– সেই জন্যই সুপার কাপে বিদেশিদের সঙ্গে আপাতত বেশ কিছু তরুণ ফুটবলারকে নিয়ে দল গঠন করবেন ক্লিফোর্ড। চোদ্দ জন তরুণ ফুটবলারকে সিনিয়র দলের অনুশীলনে ডেকেছেন ক্লিফোর্ড।

সুপার কাপের আগে এই অল্প সময়ে নতুন ফর্মেশন গোছাতেই হিমশিম খাচ্ছেন তিনি। তার উপর পেত্রোতাস ফর্মে থাকলেও কামিংস এখনও পর্যন্ত প্রত্যাশা পূরণে ব্যর্থ। আপাতত যা পরিস্থিতি তাতে কামিংসকে এই সুপার কাপে নিজের নামের প্রতি সুবিচার করতেই হবে। এদিন গ্লেন মার্টিন্স দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করেননি। সুপার কাপে মোহনবাগানের গ্রুপেই রয়েছে ইস্টবেঙ্গল। তাদেরও প্রথম ম্যাচ মঙ্গলবার, প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। ছুটি কাটিয়ে শনিবার থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করতে চলেছে লাল-হলুদ শিবির।

[আরও পড়ুন: বয়স ভাঁড়িয়ে খেলছে ১২ বছরের বৈভব? বিহারের ক্রিকেটারকে নিয়ে চাপানউতোর তুঙ্গে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement