সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিয়েগো মারাদোনা (Diego Maradona) না লিওনেল মেসি-কে (Lionel Messi) এগিয়ে? প্রশ্নটা করা হয়েছিল আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ লিওনেল স্কালোনিকে (Lionel Scaloni)। যার জবাবে আর্জেন্টাইন কোচ কিন্তু এগিয়ে রাখলেন মেসিকেই। আর্জেন্টাইন কোচের এহেন উত্তর নিয়ে বিতর্ক তৈরি হতেই পারে।
স্কালোনির হাতে আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব যখন তুলে দেওয়া হয়েছিল, তখন দিয়েগো মারাদোনা বলেছিলেন, ”ওর তো ট্রাফিক নিয়ন্ত্রণেরই ক্ষমতা নেই। জাতীয় দলের কোচ হিসেবে ওকে চাই না।”
[আরও পড়ুন: ভারতের কাছে ৩১৭ রানে লজ্জার হার শ্রীলঙ্কার, তদন্ত করবে সেদেশের ক্রিকেট বোর্ড]
স্কালোনির হাত ধরেই ৩৬ বছরের খরা কাটিয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে নীল-সাদা জার্সিধারীরা।
অথচ ২০১৮ সালের বিশ্বকাপে ভরাডুবির পরে এই স্কালোনি এবং পাবলো আইমার মিলে ফোন করেছিলেন মেসিকে। ফোনে স্কালোনি ‘এলএম১০’-কে বলেছিলেন ,”হ্যালো, লিও আমার সঙ্গে রয়েছে আইমার।” পাবলো আইমাকে আইডল মানতেন মেসি। আর স্কালোনির সহকারী ছিলেন আইমার। তার পরের ঘটনা ইতিহাস। স্কালোনির নেতৃত্বে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। তার পরে বিশ্বকাপেও নীল-সাদার জয়জয়কার।
ফলে দুই কিংবদন্তি ফুটবলারের মধ্যে শ্রেষ্ঠ কে, তা নিয়ে চলছে তর্ক। কাতার বিশ্বকাপের আগে পর্যন্ত এই আলোচনায় এগিয়ে ছিলেন মারাদোনা। কিন্তু বিশ্বজয়ের পরে গোটা আর্জেন্টিনা দ্বিধাবিভক্ত। স্বয়ং স্কালোনি এগিয়ে রাখছেন ‘এলএম ১০’কে। এক সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ”আমার মতে, ফুটবল ইতিহাসে সেরা মেসিই। মারাদোনা গ্রেট, তবে লিও আমার কাছে স্পেশ্যাল।” উল্লেখ্য, স্কালোনির অধীনে ৪৪টি ম্যাচ খেলেছেন মেসি। তার মধ্যে গোল করেছেন ৩২ বার। কাতার বিশ্বকাপে মেসি হয়ে উঠেছিলেন তারকার তারকা। ৮৬-র বিশ্বকাপ যেমন মারাদোনার, তেমনই অনেকে বলছেন, এবারের বিশ্বকাপ মেসির। সেই মেসির মাথাতেই বিশ্বসেরার মুকুট পরিয়ে দিলেন স্কালোনি।