shono
Advertisement

নজির গড়ে প্যারালিম্পিকের হাইজাম্পে সোনা ভারতের

অ্যাথলিটদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী৷
Posted: 08:33 PM Sep 10, 2016Updated: 03:19 PM Sep 10, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকের ব্যর্থতা যেন প্যারালিম্পিকে সুদে আসলে পূরণ করে দিলেন ভারতীয় অ্যাথলিটরা৷ রিওতে হাইজাম্পে সোনা জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন মারিয়াপ্পান থাঙ্গাভেলু৷ ব্রোঞ্জ জিতেছেন আরেক ভারতীয় বরুণ সিং ভাটি৷

Advertisement

হাইজাম্পে প্রথম কোনও ভারতীয় হিসেবে সোনা জিতলেন তামিলনাড়ুর অ্যাথলিট মারিয়াপ্পান৷ মাত্র পাঁচ বছর বয়সে এক দুর্ঘটনায় ডান পা হারিয়েছিলেন৷ কিন্তু সেখানেই থেমে থাকেনি তাঁর জীবনের পথচলা৷ বরং সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করে আজ রিও’র মাটিতে ইতিহাস তৈরি করেছেন তিনি৷ ১.৮৯ মিটার জাম্প দিয়ে প্যারালিম্পিকে তৃতীয় ভারতীয় হিসেবে সোনা জিতলেন তিনি৷

টি-৪২ হাইজাম্প বিভাগে ভারতের ঘরে এসেছে ব্রোঞ্জও৷  ১.৮৬ মিটার জাম্প দিয়ে ব্রোঞ্জ জিতে নিলেন অ্যাথলিট বরুণ সিং ভাটি৷ অ্যাথলিটদের সাফল্যে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী৷ দুই অ্যাথলিটকেই টুইটারে অভিনন্দন জানিয়েছেন তিনি৷ পাশাপাশি সোনাজয়ী থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকেও তাঁদের সম্মান জানানো হবে৷ এঁদের সাফল্যই যেন প্যারালিম্পিকে বাড়িয়ে দিয়েছে প্রত্যাশা৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement